মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবার নামে অনৈতিক কর্মকান্ড, সরকারি চাকরিজীবীসহ গ্রেফতার ২ শতাধিক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ব্যাস্ততম এলেকা চৌকিত সরকারি হাসপাতালসহ রয়েছে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, এর মধ্যে তথাকথিত! একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের আড়ালে অনৈতিক যৌন কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে ২০৮ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আটক ব্যাক্তিদের মধ্যে রয়েছে ১৭ জন সরকারি কর্মচারী ও ২৪ জন বিদেশি নাগরিক। স্বাস্থ্যসেবা সেবার নামে এমন অনৈতিক কাজ করায় স্থানীয় ব্যবসায়ীরা বিব্রত।
এ সব তথ্য দিয়ে, কুয়ালালামপুর পুলিশের ডেপুটি চিফ দাতুক মহম্মদ আজনি ওমর জানান, রয়্যাল মালয়েশিয়ান পুলিশের কেএল স্ট্রাইক ফোর্স, ফেডারেল টেরিটরি ইসলামিক রিলিজিস ডিপার্টমেন্ট এবং কুয়ালালামপুর সিটি হলের যৌথ অভিযানে শুক্রবার ( ২৮ নভেম্বর) রাত ৮টায় এ অভিযান পরিচালিত হয়। প্রায় দুই সপ্তাহের নজরদারি ও পর্যবেক্ষণের পর এ অভিযান পরিচালিত হয়।
আটকদের মধ্যে ২০১ জন ছিলেন ভিজিটর ও ৭ জন কর্মী। এদের বয়স যথাক্রমে ১৯ থেকে ৬০ বছরের মধ্যে। ভবনটির বিভিন্ন কক্ষ থেকে যৌন উত্তেজক ঔষধ, কনডমসহ অনৈতিক যৌন কাজে ব্যবহারিত সরঞ্জাম উদ্ধার করা হয়।
দুই তলা বিশিষ্ট ভবনটিতে প্রায় এক বছর আগে থেকে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হয়, তবে স্বাস্থ্যসেবা কার্যক্রম গুলো বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চালু থাকত। ভবনটিতে প্রবেশের জন্য প্রতিবার ৩৫ রিংগিত ও রেজিস্ট্রেশন ফি অতিরিক্ত অর্থ নেওয়া হত। প্রতিষ্ঠানটির গ্রাহক বৃদ্ধি করার জন্য টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেয়া হতো।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ অধিকতর তদন্তের জন্য ড্যাং ওয়াঙ্গি জেলা জেলা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। দেশটির স্থানীয় আইন অনুযায়ী দন্ডবিধি ৩৭৭ বি ধারায় অপরাধ প্রমানিত হলে ২০ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে।
Comments