যুক্তরাজ্যে চবি আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
সম্প্রতি উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর ম্যানর পার্কের আইভি ব্যাংকুইটিং সেন্টারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক শিক্ষার্থীরা তাদের পরিবার-পরিজন নিয়ে এই প্রাণবন্ত আয়োজনে অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে দেশের প্রতি গভীর মমত্ববোধ, আবেগ ও শ্রদ্ধায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত মিলনমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ফারজানা করিম এবং ১৫তম ব্যাচের শিক্ষার্থী মনিরুজ্জামান সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আলী মো. ওয়াজেদ।
১ম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ ব্যাচ পর্যন্ত উপস্থিত সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা করে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন। অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন, হাসি-আনন্দে ভরপুর মিলনোৎসবে। স্মৃতির উচ্ছ্বাস, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে, ভালোবাসার উষ্ণতায় সবাই পুরো সময়টিকে আপন করে নেয় এক প্রাণের বাঁধনে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেসি (কিংস কাউন্সেল) ব্যারিস্টার মোজাম্মেল হোসাইন, চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউকে'র প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারার; বাংলাদেশ ল' অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি; সোসাইটি ফর ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস-এর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি। নিউহ্যাম কাউন্সিল সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ এবং টাওয়ার হেমলেট কাউন্সিল সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সহ আমন্ত্রিত অতিথিরা।
বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা মুখরোচক খাবারে সমৃদ্ধ ডিনারের পর শুরু হয় সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ১ম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
এরপর সবাই মিলে কেক কেটে মিলনমেলাকে উৎসবমুখরভাবে উদযাপন করেন এবং অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় অত্যন্ত আকর্ষণীয় ইভেন্ট র্যাফেল ড্র এবং এতে ভাগ্যবান বিজয়ীদের হাতে মূল্যবান পুরস্কার তুলে দেয় সিনিয়র ব্যাচের বিভিন্ন শিক্ষার্থীরা। পরিশেষে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
Comments