মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মালয়েশিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের এর উদ্দেগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হয়েছে। কুয়ালালামপুরে (৮ নভেম্বর) আম্পাং-এ অবস্থিত হোটেল জি টাওয়ারের হল রুমে বিএনপি মালয়েশিয়া, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে এই দিবস উদযাপন হয়।
ভার্চুয়াল, আলোচনা ও দোয়া কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক এই দিনটি। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেষনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন, রশিদুজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষ বিএনপি, বিশেষ অতিথি ছিলেন, এইচ এম সাইফ আলী খানসহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপি।
ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান সভাপতি বিএনপি মালয়েশিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহউদ্দিন ও প্রচার সম্পাদক এস এম বশির আলম।
ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি রশিদুজ্জামান মিল্লাত বিএনপি মালয়েশিয়ার নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান একজন অভিজ্ঞ ও চৌকশ নেতা, কালিহাতিতে তার নির্বাচনি প্রচার প্রচারনায় তার প্রমান মেলে। বাদলুর রহমানের অত্যাধুনিক ও প্রযুক্তি ভিত্তিক নির্বাচনি প্রচার প্রচারনা যা ভিন্নধর্মি ও জনগণে অকৃষ্ট করে। দলের ও নির্বাচনি প্রচার প্রচারনায় বাদল খানের উদ্দোগ প্রশংসনীয়। তিনি আসছে নির্বাচনে প্রবাসীদেরকে প্রবাস থেকে ভোট প্রদান ও বিএনপির নতুন ও নবায়ন যোগ্য সদস্য নিবন্ধ কার্যক্রম জোরদার করার জন্য প্রবাসী নেতাকর্মিদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
ভার্চুয়াল অনুষ্ঠানের বিশেষ অতিথি এইচ এম সাইফ আলী খান, প্রবাসে বিএনপির নতুন সদস্য পদ ও নবায়ন যোগ্য সদস্য পদ নিবন্ধন সকলের নিকট সহজিকরণে ভার্চুয়ালি সংক্ষিপ্ত সদস্য ফর্ম পূরণ ও অর্থ প্রদান সমন্ধে প্রদর্শন ও পরামর্শ প্রদান করেন। অনেকে ফর্ম পূরণ করলেও অর্থ প্রদান পর্বে সমাস্যার সম্মুখীন হচ্ছে বলে জানান।
ভার্চুয়াল অনুষ্ঠের সভাপতি বাদলুর রহমান খান সমাপনি বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বিএনপির সদস্য করণ ও ভোট প্রদানে উতবুদ্ধ করতে কর্মসূচি জোরদার করার আহ্বান জানান ও ভোট বানচাল কারীদের নীলনকশা ভেঙে দিতে একাত্মতা বলবত রাখার নির্দেশ দেন। শেষান্তে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, দলের সহ-সভাপতি তালহা মাহমুদ ও প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ। সভাপতির বক্তব্যে তালহা মাহমুদ বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে ঘরে বসে থেকে জনগণের ভোট পাওয়ার আশা না করে তাদের নিকট যেতে হবে, ৩০ শতাংশেরও অধিক নতুন ভোটারদের ভোট প্রদানে আকৃষ্ট করতে তাদের সন্নিকটে যেতে হবে, সংহতি মজবুত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামীতে জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠিত করতে জনাব তারেক রহমানের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা মাহবুব আলম শাহের গঠনমূলক বক্তব্যে দলের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে দলের প্রতি অনুগত্য থেকে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠিত করতে সকলকে আহ্বান জানান। বিপ্লব ও সংহতি দিবসের স্মরণে সংহতি বজায় রেখে দলের জন্য কাজ করুন, আগামীর নেতৃত্বে আপনার অবস্থান দৃঢ় হবে বলে তিনি উপস্থিত নেতাকর্মিদের আশ্বাস দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, ডঃ এস এম রহমান তনু, অন্যদের মাঝে বক্তব্য দেন, দলের সহ-সাধারণ সম্পাদক ডঃ ওয়ালিউল্লাহ জাহিদ, কাজী সালাহ উদ্দিন, দলের দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, সদস্য মোঃ জসিম উদ্দিন, সোহেল আজাদ সাধারণ সম্পাদক বিএনপি বুকিট বিন্তাং, বদিউজ্জামান বেদন সহ-সভাপতি বিএনপি বান্ডার সুবাং, ইমাইল মজুমদার সাধারণ সম্পাদক বিএনপি কেলাং, বাদল কারার দপ্তর সম্পাদক যুব দল মালয়েশিয়া, শেখ সেলিম সাধারণ সম্পাদক যুব দল কাজাং মহানগর, মোঃ আবুল বাশার সাংগঠনিক সম্পাদক শ্রমিক দল মালয়েশিয়া, মোহাম্মদ সোহেল সহ-সভাপতি, মোঃ হেলাল শিকদার সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, মোঃ আদিব আনজুম ছাত্র নেতা মালয়েশিয়াসহ অন্যান্য নেতারা।
উপস্থিত ছিলেন, আব্দুল জলিল লিটন সহ-সভাপতি বিএনপি মালয়েশিয়া, ফজলুল করিম সোহরাব সহ-সাধারণ সম্পাদক বিএনপি মালয়েশিয়া, হাবিবুর রহমান শিশির সহ-দপ্তর সম্পাদক, সুলতান বিন সিরাজ সদস্য বিএনপি মালয়েশিয়া, মোঃ জাকির হোসেন সভাপতি বিএনপি কেলাং, আনোয়ার হোসেন সেলিম সভাপতি বিএনপি বুকিট বিন্তাং,খন্দকার মনিরুল ইসলাম সভাপতি, রুবেল হোসেন জামাল যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ হৃদয় সাংগঠনিক সম্পাদক বিএনপি পান্ডামারান, আব্দুল্লাহ আল মাহমুদ রাসেদ যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ ইউসুফ ভূঁইয়া রাজিব সাংগঠনিক সম্পাদক বিএনপি বান্ডার সুবাং,মিজানুর রহমান সুমন সিনিয়র নেতা, জাহাঙ্গির সর্দার সিনিয়র সহ-সভাপতি,মোঃ সুমন হোসেন সাধারণ সম্পাদক বিএনপি চৌকেট, ইঞ্জিনিয়ার শাহ জালাল বিএনপি নেতা মালয়েশিয়া,খালেদ হাসান রিপন সভাপতি যুব দল কাজাং, আলী খান জুয়েল সিনিয়র সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, নাজমুল হাসান যুব নেতা মালয়েশিয়া, আজিম খান যুগ্ন সাধারণ সম্পাদক সিমুনিয়েহ যুব দল, তারেক সালাম, কাজী আলামিন সহ-সাধারণ সম্পাদক,মারুফ এলাহী প্রচার সম্পাদক, আল-ইমরান সহ-সাঙ্গঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া। এম মজাম্মেল হক প্রধান সভাপতি স্বেচ্ছাসেবক দল মহানগর কুয়ালালামপুর, মোঃ জাকারিয়া, রাসেদুল ইসলাম যুগ্ন আহ্বায়ক জাসাজ মালয়েশিয়া, বাবু, ইসমাইল আকন্দ যুব নেতা মালয়েশিয়া, মোঃ পলাশ সেচ্ছাসেবি নেতাসহ অন্যরা।
Comments