মালদ্বীপে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে মালদ্বীপ যুবদল।
আফরানুল হক আশিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত আহবায়ক মো: হাসেম সরকার। অনুষ্ঠানে আরো ছিলেন যুগ্ন আহবায়ক মো: ফরহাদ হোসেন, মো: ইসমাইল হোসেন, মো: ছিদ্দিক, আমির রায়হান, আব্দদুর রহিম, মো: ইসলাম ও সদস্য সচিব মো: দেলোয়ার হোসেনসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন, তার আদর্শ থেকেই যুবদলের জন্ম। এই সংগঠন সবসময়ই দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে এসেছে। বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।
তারা বলেন, প্রবাসে থেকেও যুবদলের নেতাকর্মীরা দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রেখে চলেছেন। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এসময় বক্তারা বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের সংকট ও জনজীবনের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন যুবদলই ভবিষ্যতের নেতৃত্বের যোগানদাতা শক্তি হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তাজুল ইসলাম।
Comments