রিয়াদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের মোহাম্মাদিয়া এলাকার একটি হলরুমে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল হামিদ, এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ এ. কে. এম. গোলাম হাসনাইন সোহান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ফিরোজ আহমেদ (নয়ন)। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সহ-সভাপতি মাহবুবুর রহমান, জনি, সজল, যুবনেতা আফজাল উদ্দিন সরকার, সুজন সরকার, এবং বগুড়া জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ৭ নভেম্বরের এই দিনটি সৈনিক-জনতার ঐক্যের প্রতীক, যা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অমর ভূমিকা রেখেছে। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের ভিত্তি স্থাপন করেছিলেন।
Comments