ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালদ্বীপ বিএনপির আলোচনা সভা
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) মালদ্বীপ বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী মালেতে আয়োজিত এই অনুষ্ঠানে দলের নেতা-কর্মী, সমর্থক ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এসময় আলোচনা সভায় আরও ছিলেন দলটির মালদ্বীপ শাখার সহ-সভাপতি হোসেন সুমন, শাহ্ আলম, এমরান হোসেন তালুকদার, মো. ফারুক, শাহ আলম, আবদুর রহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও রবিউল আলম, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক ও সহ দপ্তর সম্পাদক আবদুল মান্নান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। সৈনিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার যে সিদ্ধান্তমূলক ভূমিকা পালিত হয়, তা জাতীয় ইতিহাসের স্মরণীয় অধ্যায়। তারা জিয়াউর রহমানের ভূমিকা, বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার এবং রাষ্ট্র পরিচালনায় তার নীতি ও আদর্শের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে ৭ নভেম্বরের চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
শেষে জাতীয় নেতৃবৃন্দসহ দলের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Comments