এক বছর পর ঢাকা রুটে ফিরছে মালদিভিয়ান
দীঘ এক বছর পর আবারও বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে মালদিভিয়ান, মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত বছর স্থগিত হওয়া ঢাকা রুটটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছে সংস্থাটি।
রুটটি পুনরায় চালুর প্রস্তুতির অংশ হিসেবে মালদিভিয়ান সম্প্রতি বাংলাদেশে একজন জেনারেল প্যাসেঞ্জার সেলস এজেন্ট (GSA)নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। ৬ নভেম্বর পর্যন্ত প্রস্তাব জমা দেওয়া যাবে বলে সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা-মালে রুটটি মালদিভিয়ানের জন্য নতুন নয়। বিমান সংস্থাটি গত বছরের আগস্ট পর্যন্ত নিয়মিত সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করত। তবে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং যাত্রী চাহিদা হ্রাসের কারণে রুটটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। মালদিভিয়ান কর্তৃপক্ষ সেই সময় রুটটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বর্ণনা করেছিল।
বর্তমানে মালদিভিয়ান তাদের আন্তর্জাতিক ফ্লাইট নেটওয়ার্ক সীমিত আকারে পরিচালনা করছে। সংস্থাটি এখন ভারত ও চীনের পাঁচটি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে, যা তাদের প্রধান আন্তর্জাতিক বাজার হিসেবে বিবেচিত।
এর পাশাপাশি মালদিভিয়ান মৌসুমি চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন উৎসব ও ভ্রমণ মৌসুমে বিশেষ ফ্লাইট পরিচালনা করে থাকে। ঢাকায় ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্তকে তাই মালদ্বীপ-বাংলাদেশ আকাশপথে যাত্রী চলাচল বৃদ্ধির ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্রে জানা গেছে, ফ্লাইট পুনরায় চালুর পর বাংলাদেশি পর্যটক ও প্রবাসী শ্রমিকদের জন্য ভ্রমণ আরও সহজ ও সাশ্রয়ী হবে।
Comments