মালদ্বীপের এমপিএল বন্দরে ল্যান্ডিং ক্রাফট ডুবে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালদ্বীপের রাজধানী মালের এমপিএল বন্দরের বাইরে এক নৌদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি শ্রমিক। রবিবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে বন্দরের বাইরে একটি ল্যান্ডিং ক্রাফট ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নৌযানে মোট ১৪ জন নাবিক ও শ্রমিক ছিলেন, যাদের মধ্যে ৬ জন আহত হন। আহতদের সবাইকে দ্রুত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (IGMH)-এ নেওয়া হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় বাংলাদেশি শ্রমিক মাসুদ হোসেন (৩২) মৃত্যুবরণ করেন। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের বাসিন্দা। মাসুদ ২০২২ সালের অক্টোবর থেকে মালদ্বীপ পোর্টস লিমিটেডে (MPL) শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার সময় তিনি ল্যান্ডিং ক্র্যাফটের মাধ্যে কাজ করছিলেন।
এ ঘটনায় স্থানীয় নাগরিক আলী আফলা আব্দুল্লাহ (২৫) নামের আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়ে সোমবার ভোরে মৃত্যুবরণ করেন।
নিহত মাসুদের মৃত্যুতে প্রবাসী সহকর্মী ও মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এমপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানির সংশ্লিষ্ট বিভাগগুলো দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী তথ্য জানানো হবে।
Comments