ইতালিতে জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে ৩১ দফা ও পোস্টাল ভোটিং সচেতনতা কর্মসূচি
ইতালিতে প্রবাসীদের মাঝে জাতীয় চেতনা ও দেশ গড়ার অঙ্গীকার জাগিয়ে তুলতে জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ইতালির উদ্যোগে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং প্রবাসী ভোটার নিবন্ধন ও পোস্টাল ভোটিং সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. আশিক বিন আউয়াল খান ও যুগ্ম মহাসচিব আক্কাস আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডসিএফ ইতালির আহ্বায়ক সাব্বির আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জলিলুর রহমান জলিল।
এছাড়াও ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হাজী সেলিম ভুঁইয়া, সাইফুল ইসলাম, আমান উল্লাহ আমান, ইবনে খৈয়াম সাথী, সালমা রহমান, হযরত আলী খান ও শামীম শিকদার, এবং সদস্য নাঈম চৌকিদার, মাসুম আহমেদ প্রমুখ।
নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি হচ্ছে জাতির পুনর্জাগরণের রূপরেখা। প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে'।
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা পোস্টাল ভোটিং বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং প্রবাসীদের বাংলাদেশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Comments