প্যারিসে বৌদ্ধদের দানশ্রেষ্ট কঠিন চীবর দান উদযাপন ঘিরে মিলন মেলা
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি নিজস্ব বিহার ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) ফ্রান্সের প্যারিসের টরসির স্থানীয় এক হলরুমে অনুষ্ঠানমালায় সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।
দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে নানা আনুষ্ঠানিকতায় প্রবাসীদের অংশগ্রহনে শীলগ্রহণ, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান, কল্পতরু দান , কঠিন চীবর দানসহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়। জগতের সকল প্রাণীর সুখ কামনা করে সকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের। উদ্বোধনী বক্তব্য রাখেন ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের আবাসিক ভদন্ত আনন্দ ভিক্ষু। দেশনা করেন বাংলাদেশ ভিক্ষুণী সঙ্ঘের প্রধান ভিক্ষুণী গৌতমী। সুভাষ বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন উত্তম বড়ুয়া। ধর্মীয় সংগীত পরিবেশন করেন চয়ন বড়ুয়া ও সহশিল্পীবৃন্দ।
দুপুরে কঠিন চীবর দানসভায় আশীর্বাদক ছিলেন আশীর্বাদক ছিলেন ফ্রান্স ধম্মাচাক্কা বিহারের অধ্যক্ষ ভদন্ত কে আনন্দ নায়ক থের, ফ্রান্স বিশ্বশান্তি ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী ড. বরসম্বোধি মহাথের | সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও পরিচালক ওয়াট থাই জ্ঞানবিরীয়া কোলকাতা বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানালংকার মহাথের। উদ্বোধক ছিলেন ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কাতালগঞ্জ নব পন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক ড . উপানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন অভিধর্মকথিক, কর্মস্থান আচার্য্য, বিদর্শন সাধক ভদন্ত উ-পঞাদীপা মহাথের। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন মহাথের, বাংলাদেশ ভিক্ষুণী সঙ্ঘের প্রধান ভিক্ষুণী গৌতমী।
অন্যান্যদের মধ্যে ভদন্ত বিজয়ানন্দ মহাথের, ভদন্ত জ্যোতিসার থের, ভদন্ত শাক্যবংশ থের, ভদন্ত চন্দ্রজ্যোতি থের, ভদন্ত কল্যাণরত্ন থের, ভদন্ত বুদ্ধপ্রিয় থের, ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু, ভদন্ত অমিতানন্দ ভিক্ষু, ভদন্ত অপ্রমাদ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।
উদযাপনী পরিষদের সচিব পলাশ বড়ুয়া ও অর্পিতা বড়ুয়া লিজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শুভাশীষ বড়ুয়া।
পঞ্চশীল প্রার্থনা করেন চন্দন বড়ুয়া , ধন্যবাদ জ্ঞাপন করেন অসীম বড়ুয়া। শিল্পী চয়ন বড়ুয়া পরিচালনায় স্থানীয় শিল্পীবৃন্দ উদ্বোধনী সংগীত পরিবেশন করে।
কঠিন চীবর দান ঘিরে প্যারিসে বসেছে প্রবাসীদের মিলন মেলা । বৌদ্ধ ভিক্ষুরা দানসভাকে ঘিরে বিভিন্ন ধর্মীয় নির্দেশনা দেন। প্রার্থনা করেন দেশ ও জাতির জন্য। কঠিন চীবর দানোৎসব একটি বৌদ্ধ ধর্মীয় উৎসব, যা বৌদ্ধ ভিক্ষুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পূণ্যময় উৎসব। এই উৎসবে বৌদ্ধ ভিক্ষুদের বিশেষ পোশাক, 'ত্রি-চীবর' দান করা হয়। আশ্বিন মাসে প্রতি বছর এই চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ধর্মমতে, এই দান অত্যন্ত পুণ্যময় ও মহৎ কাজ। এই অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের বিশেষ পোশাক, 'ত্রি-চীবর' দান করা হয়। আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয় ধারাবাহিক ধর্মীয় আচার-অনুষ্ঠান। তার শেষ পর্যায়ে কঠিন চীবর তৈরি ও দান।
Comments