ইতালি তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে
বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন-নির্ভর দেশ ইতালি তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার তিন বছর মেয়াদি পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পন্সর ভিসায় শ্রমিক নেয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটির কৃষি, নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, কারখানা ও সেবাখাতে বড় ধরনের শ্রমিক সংকট রয়েছে। এ সংকট মোকাবিলায় বৈধ বিদেশি শ্রমিক নিয়োগের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্বের নন-ইউরোপিয়ান ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার।
২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এই নিয়োগ কার্যক্রম চলবে। এরই অংশ হিসেবে ২০২৬ সালের কোটার আওতায় স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ অক্টোবর, সকাল ৯টা থেকে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীদের অনলাইনে নির্ধারিত পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
অন্যান্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
ইতালিতে শ্রমিক ঘাটতি লেগেই আছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে ৪ লাখ ৫২ হাজার এবং পরে কোটা বাড়িয়ে তা পাঁচ লাখের মতো করা হয়েছিল।
এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০২৬ সালের জন্য আবেদনকারীদের 'ক্লিক ডে' অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। আগাম ফরম পূরণকারীরা ওই দিন সকাল ৯টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে।
Comments