দ্বিতীয় বারের মতো মালয়েশিয়ায় ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল’ এ বাংলাদেশ
মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশে অবস্থিত Melaka International Trade Center (MITC) এ ১৬-১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ আসরে খাদ্য ও পানীয় (Food & Beverage), হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি ক্লাস্টারে ৪০০টি বুথের মাধ্যমে বাংলাদেশ, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, তাইওয়ান ও মালয়েশিয়াসহ বিশ্বের ৮টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে। মালাক্কা প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় Melaka Islamic Religion Council (MAIM) ২য় বারের মতো এই মেলার আয়োজন করে।
১৮ অক্টোবর ২০২৫ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালাক্কা প্রদেশের মূখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ (YAB Datuk Seri Utama Ab Rauf bin Yusoh)। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের আমন্ত্রণে যোগদান করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বিভাগের (ধর্মীয় বিষয়ক) মন্ত্রী সিনেটর দাতো' সেতিয়া ডঃ হাজী মোহাম্মদ নাঈম বিন হাজী মোখতার এবং ব্রুনাই দারুসসালাম, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর এর আঞ্চলিক ধর্মীয় মন্ত্রীদের প্রতিনিধিদলসহ মালাক্কা রাজ্য সরকারের মন্ত্রিপরিষদ এর অন্যান্য সদস্যগণ ও মালয়েশিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মেলায় বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এর সহযোগিতায় বরাদ্দ করা বুথে বাংলাদেশের প্রসিদ্ধ প্রতিষ্ঠান "প্রাণ" এই মেলায় অংশগ্রহণ করে এবং তাদের বিভিন্ন ধরণের খাদ্য ও পানীয় পণ্যসামগ্রী প্রদর্শনী করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অন্যান্য স্টলের পাশাপাশি বাংলাদেশের স্টল পরিদর্শন করেন মালাক্কা প্রদেশের মূখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ ও অন্যান্য অতিথিরা। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও তার সহধর্মিণী ফারজানা নাসরিন তাদেরকে স্বাগত জানান এবং বাংলাদেশের বুথে প্রদর্শিত রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য যেমন তৈরি পোশাক, পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ঔষধসামগ্রী, চামড়াজাত পণ্য, প্লাস্টিকপণ্য, খাদ্য ও পানীয় সামগ্রী প্রভৃতি সম্পর্কে সকলকে অবহিত করে হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কার মূখ্যমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন এবং আগামীতে আরও বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহের এই মেলায় অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনশেষে মূখ্যমন্ত্রীকে বাংলাদেশী বিভিন্ন পণ্যসামগ্রী প্রদান করা হয়।
এসময় অন্যান্য অতিথিসহ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তাওসিফ কবির, বিভাগীয় প্রধান, সাউথ ডিভিশান (মালাক্কা ও জহরবারু), মোহাম্মদ পারভেজ, আঞ্চলিক ম্যানেজার, (মালাক্কা ও নেগেরি সেম্বিলান) ও তারেকুর রহমান আকাশ, মার্কেটিং এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ায় বাংলাদেশী পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে হাইকমিশন বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য কুয়ালালামপুরসহ অন্যান্য প্রদেশে বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণসহ নানাবিধ পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রাজধানী কুয়ালালামপুরের পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ প্রদেশেও বাংলাদেশের পণ্যের বাজার তৈরি করা সম্ভব হবে। মালয়েশিয়া তথা আসিয়ান অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবাকে পরিচিত করার লক্ষ্যে হাইকমিশন নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে আসছে এবং ২০২৫ সালে এখন পর্যন্ত ৪টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশন এর বুথে রপ্তানিযোগ্য পণ্যসামগ্রীর পাশাপাশি ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫, এবং রপ্তানি, বিনিয়োগ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বিতরণসহ এ সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী, পরিবেশক ও দর্শনার্থী বাংলাদেশের বুথ পরিদর্শন করেছেন এবং বাংলাদেশের পণ্যসামগ্রী নিয়ে তাদের আগ্রহ লক্ষ্য করা গেছে।
মেলার শেষ দিনে সফলভাবে অংশগ্রহণ এর জন্য আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করে।
Comments