মালয়েশিয়ায় বাংলাদেশি সাইকেল আরোহীর জীবন বাঁচতে প্রাণ গেলো স্থানীয় নাগরিকের
মালয়েশিয়ার জোহর রাজ্যের ক্লুয়াং এলাকায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটর সাইকেল আরোহী এক স্থানীয় নাগরিকের, এ ঘন্টায় গুরুতর আহত হয়েছেন ৫০ বছর বয়সী এক বাংলাদেশী সাইকেল আরোহী।
বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ক্লুয়াংয়ের জালাল বাতুপাহাত মার্সিং সড়কে এ দুর্ঘটনা হয়। শুক্রবার ক্লুয়াং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার বাহারিন মোহাম্মদ নোহ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত মোটরসাইকেল আরোহী (২৮) মার্সিং থেকে ক্লুয়াং শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ৫০ বছর বয়সী এক বাংলাদেশী সাইকেল আরোহী হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। মোটরসাইকেল আরোহী ব্রেকে পা দেয়ার আগেই সামনে থাকা গাড়িটিকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পাশে থাকা আরেকটি মার্সিডিজ ব্রেঞ্চ ট্যাঙ্কার সঙ্গে ধাক্কা খায় ।
এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান। গুরুতর আহত অবস্থায় সাইকেল আরোহী বাংলাদেশিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় ও শরীরে আঘাত পাওয়ায় জ্ঞানহীন অবস্থায় আইসিইউ তে ভর্তি আছেন ওই বাংলাদেশি।
স্থানীয় সড়ক আইন অনুযায়ী পরিবহন আইনের ৪১ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে। যা বিপদজনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটনার অপরাধের সঙ্গে সম্পর্কিত।
এ সময় পুলিশ ঘটনা সংক্রান্ত কোনো তথ্য থাকলে জনসাধারণের নিকটস্থ থানায় বা ক্লুয়াং জেলা পুলিশ সদরদপ্তরে ০৭-৭৭৬৬৮২২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
এদিকে সড়ক আইনসহ বিভিন্ন আইন অমান্য করা বাংলাদেশী নাগরিকদের উপরে বিরক্ত স্থানীয় নাগরিকরা।
Comments