জার্মানির মিউনিখে ১৩৮ তম ম্যারাথনে দেশের পতাকায় শিব শংকর

জার্মানির মিউনিখে জেনারেলি আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ অংশ নিয়েছেন বাংলাদেশি শিব শংকর পাল। ১২ অক্টোবর জার্মানির বায়ার্নে মিউনিখ জেনেরালি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন বাংলাদেশের হয়ে রেকর্ড ১৩৮টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়া শিব শংকর পাল।
বিশ্বের প্রায় রেকর্ড ২৮ হাজার প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের হয়ে মিউনিখের এই ইভেন্টে এখন পর্যন্ত ২৪ বার আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে দেশের সুনাম কুড়িয়ে চলেছেন ক্রীড়াবিদ শিব শংকর পাল। তিনি মিউনিখ অলিম্পিক স্টেডিয়ামের ফিনিশিং লাইন শেষ করেছেন ৩ ঘণ্টা ৩০ মিনিটে।
এর আগে স্থানীয় সময় সকাল ৯টায় শহরের অলিম্পিক স্টেডিয়াম থেকে শুরু হওয়া ৪২.২ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান মারিয়েনপ্লাটজ, জিগেসটর, ইংলিশ গার্ডেন, ইজার, রিন্ডারমার্কট, ভের্কসফিয়ার্টেল এবং বেশ কয়েকটি সড়ক ঘুরে আবার অলিম্পিক স্টেডিয়ামের জিগেসটরে এসে শেষ হয়।

ঐতিহ্যবাহী এই মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা হাতে দৌড়াতে পেরে দারুণ খুশি ঢাকার নবাবগঞ্জের ছেলে শিব শংকর পাল। তিনি জানান, শত সাধনার প্রিয় জন্মভূমির পতাকা নিয়ে দৌড়ানোটা সব সময়ের মতই গর্বের ও উপভোগের।
তবে এবারের মিউনিখের জেনারেলি ম্যারাথন আগের সব আসরের চেয়ে ভিন্ন অভিজ্ঞতার, আনন্দের ও গৌরবের। কারণ এই ম্যারাথনে তার পরিবার ও শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি শিব শংকরকে প্রেরণা জোগাতে সড়কে দর্শক সারিতে উপস্থিত ছিলেন জার্মানি সফররত প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বাংলাদেশের পতাকা হাতে দৌড়ানোর সময় ম্যারাথনের মাঝপথে শিব শংকরকে গলায় জড়িয়ে ধরেন মতিউর রহমান। সড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা মতিউর রহমানের এমন অনুপ্রেরণা পেয়ে দারুণ খুশী শিব শংকর, বলেন দেশের প্রথিতযশা সাংবাদিক, গণমাধ্যম ব্যাক্তিত্ব ও প্রথম আলোর সম্পাদকের অনুপ্রেরণা আমার জন্য বিশেষ উপহার। তাই এই দিনটিকে আমি চিরদিন স্মরণে রাখব।

মিউনিখেই প্রবাস জীবন কাটানো শিব শংকর আশা করছেন তার মতই লাল সবুজের পতাকা হাতে বাংলাদেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিয়ে দেশের গৌরব বৃদ্ধি করবেন।
Comments