ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কঠোর জরিমানার বিধান
ধর্ম, রাষ্ট্র ও জাতীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জোরদার করতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এ লক্ষ্যে ইউএই মিডিয়া কাউন্সিল সম্প্রতি নতুন লাইসেন্স ও পারমিট নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নির্ধারিত হয়েছে বিভিন্ন ধরনের জরিমানা ও শাস্তির বিধান।
কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়মের মূল উদ্দেশ্য হলো সমাজে শৃঙ্খলা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রক্ষা করা। যারা ডিজিটাল মাধ্যমে আয় করেন বা জনমত প্রভাবিত করেন, তাদের মধ্যে দায়িত্বশীলতার চর্চা নিশ্চিত করাই এর লক্ষ্য।
নতুন নীতিমালায় কনটেন্ট সংক্রান্ত লঙ্ঘনের ক্ষেত্রে বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে।
কনটেন্ট-সম্পর্কিত লঙ্ঘনের জরিমানা
- মিথ্যা তথ্য বা ক্ষতিকর কনটেন্ট প্রকাশ করলে জরিমানা হবে ৫,০০০ দিরহাম থেকে ১,৫০,০০০ দিরহাম পর্যন্ত।
- ধ্বংসাত্মক ধারণা প্রচার বা তরুণ প্রজন্মকে অপমানের শাস্তি সর্বোচ্চ ১,০০,০০০ দিরহাম।
- হত্যা, ধর্ষণ বা মাদকাসক্তির মতো অপরাধে উসকানি দিলে জরিমানা সর্বোচ্চ ১,৫০,০০০ দিরহাম।
- ইসলামী বিশ্বাস বা অন্য কোনো ধর্মকে অসম্মান করলে জরিমানা হতে পারে ১০ লক্ষ দিরহাম পর্যন্ত।
- রাষ্ট্রীয় প্রতীক বা নেতৃত্বকে অপমানের শাস্তি সর্বোচ্চ ৫ লক্ষ দিরহাম পর্যন্ত।
- জাতীয় ঐক্য বা বৈদেশিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করলে জরিমানা সর্বোচ্চ ২ লক্ষ ৫০ হাজার দিরহাম পর্যন্ত হতে পারে।
- শাসনব্যবস্থা, জাতীয় প্রতীক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অসম্মানের ক্ষেত্রে জরিমানা ৫০ হাজার থেকে ৫ লক্ষ দিরহাম।
- মানহানি বা অপবাদ দিলে ২০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও কারাদণ্ড হতে পারে।
কাউন্সিল আরও জানিয়েছে, নতুন আইন শুধু কনটেন্ট নিয়ন্ত্রণই নয়, বরং সাংবাদিক, ইনফ্লুয়েন্সার ও মিডিয়া কর্মীদের সুরক্ষাও নিশ্চিত করবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকবে ডিজিটাল এবং প্রচলিত— উভয় মাধ্যমেই।
লাইসেন্স-সম্পর্কিত লঙ্ঘনের জরিমানা
- লাইসেন্স ছাড়া মিডিয়া কার্যক্রম পরিচালনা করলে প্রথমবার জরিমানা ১০ হাজার দিরহাম, পুনরাবৃত্তিতে ৪০ হাজার দিরহাম।
- অনুমোদন ছাড়া অতিরিক্ত কার্যক্রম চালালে প্রথমবার ৫ হাজার দিরহাম, পুনরাবৃত্তিতে ১৬ হাজার দিরহাম জরিমানা।
- লাইসেন্স নবায়নে বিলম্ব হলে প্রতিদিন ১৫০ দিরহাম করে জরিমানা, সর্বোচ্চ ৩ হাজার দিরহাম পর্যন্ত।
- ট্রেড লাইসেন্স ছাড়া সোশ্যাল মিডিয়ায় বিক্রয় কার্যক্রম চালালে জরিমানা হতে পারে ৫ লক্ষ দিরহাম পর্যন্ত, পণ্য জব্দ এবং এমনকি কারাদণ্ডও হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই কঠোর নীতিমালা ডিজিটাল প্ল্যাটফর্মে নৈতিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরির সংস্কৃতি গড়ে তুলবে। একই সঙ্গে এটি অনলাইন মাধ্যমে ব্যবসা ও প্রচারণা কার্যক্রমকে আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করবে।
Comments