ওমানে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন

ওমানের আল সুবেখী ফুটবল মাঠে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে "প্রীতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫"। উদ্বোধন করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গালফ এক্সচেঞ্জ (ওমান)–এর সিইও ইফতেখার উল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন সিআইপি। সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মনির হোসেন ও নাজিম মোল্লা।
বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কার্যকরী কমিটি থেকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি, সাধারণ সম্পাদক এম. এন. আমিন, সহকারী সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ আনোয়ার হোসেন ও মো. আবদুর রহিম, ক্রীড়া সম্পাদক মো. সিরাজুল হক সিআইপি (খ), কল্যাণ সচিব মো. এমডি মহসিন সরকারসহ মো. হাজী নাজিম উদ্দিন, মো. মোহাম্মদ শাজাহান ও অজিত বরণ শীল।
নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে ৮টি প্রবাসী বাংলাদেশি দল অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে সাহামের এইচ.ডি.আর, মাস্কাটের হযরত শাহজালাল এফসি, বিদিয়ার ফিলিস্তিন–১১ এবং বিরমির সিলেট স্টিকার জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে ওঠে।
উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
Comments