ইতালির রোমে নতুন প্রজন্মের আয়োজনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ইতালির রাজধানী রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের তরুণদের উদ্যোগে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরায়েলি দমন-পীড়নের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা রোমের ভিক্টোরিয়া পার্কের পাশে আয়োজিত এ প্রতিবাদ সভায় অংশ নেন ইতালিতে বেড়ে ওঠা বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ-তরুণীসহ বিভিন্ন প্রজন্মের মানুষ। তারা ফিলিস্তিনি জনগণের পক্ষে সংহতি জানিয়ে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করেন।

সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর যে বর্বর হামলা চলছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধাপরাধ। বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘের উচিত অবিলম্বে এ গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখা।

নতুন প্রজন্মের পক্ষ থেকে আয়োজকরা জানান, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এই প্রতিবাদের মাধ্যমে তারা বিশ্বকে জানিয়ে দিতে চায়- মানবতা আজ কোথাও নিরাপদ নয়, যদি ফিলিস্তিনের রক্তপাত চলতেই থাকে।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিশ্ব এখন নীরব নয়- সচেতন প্রবাসীরাও জেগে উঠছে। শেষে এক মিনিট নীরবতা পালন করে শহীদ ফিলিস্তিনিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
Comments