ইতালির নোভারা শহরে প্রবাসীদের সাথে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির মতবিনিময় সভা
ইতালির নোভারা শহরে বাংলাদেশী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার। তাঁকে কাছে পেয়ে প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট করনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানে এ্যাপয়েনমেন্ট না পাওয়া ভুক্তভোগীরা বললেন তাদের তিক্ত অভিজ্ঞতার কষ্টের কথা । তাদের অভিযোগ সাধারণ সেবা গ্রহিতারা এ্যাপয়েনমেন্ট স্বাভাবিক ভাবে নিতে পারছেন না,কারন বিসিজি মিলানের সার্ভারে সব পরিপূর্ণ দেখায়। অথচ ৫০/৬০ ইউরো খরচ করলেই সহসাই মিলছে এ্যাপয়েনমেন্ট! এ যেনো এক অদৃশ্য ম্যাজিক। তাই এ্যাপয়েনমেন্ট সিস্টেম বাতিলের জোর দাবি জানিয়েছেন তাঁরা।
এছাড়া ইতালিয়ো পাসপোর্টে নো-ভিসা গ্রহীতাদের কুরিয়ার সার্ভিস বাতিলের দাবি জানান তাঁরা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত আহবান জানিয়েছেন মিলানে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নবনিযুক্ত "প্রবাসী বান্ধব"কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম এর প্রতি। অন্যথায় দলমতের ঊর্ধ্বে থেকে ইতালি উত্তরের সকল প্রবাসীদের সাথে নিয়ে কনস্যুলেটের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলনের হুঁশিয়ারি জানান তারা।
এসময়ে প্রেসক্লাব সভাপতি তাদের এই দাবি কনসাল জেনারেলকে পৌঁছে দেবার আশ্বাস প্রদান করেন।
কনস্যুলেটের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন যে, যারা এ্যাপয়েনমেন্ট বিহীন পাসপোর্ট করতে পারবেন তা অবহিত করেন । ১. যাদের পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ হয়েছে। ২. নতুন শিশুদের পাসপোর্ট। ৩. সংশোধন বা হারিয়ে যাওয়া পাসপোর্ট। ৪. হজ ও উমরাহ পালনের জন্য যাবেন যে সকল প্রবাসী।
এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ইতালি সফররত প্রথম আলো বন্ধুসভা মাদারীপুরের সভাপতি সোহেল খান, মিলান বাংলা প্রেসক্লাবের সদস্য আসিফ শাহরিয়ার রাজিব, এবং সদস্য সাইফুল ইসলাম মোল্লাসহ অনেকে। এসময়ে প্রেসক্লাব সভাপতি মিলান কমিউনিটির নেতাদের সাথেও এই সমস্যার সমাধানের বিষয়ে পরামর্শের আশ্বাস দেন।
Comments