মালয়েশিয়ায় প্রথম বারের মত প্রবাসীদের আয়োজনে বাংলাদেশ ব্রান্ডিং ফেস্টিভ্যাল

প্রবাসে দেশের সংস্কৃতি ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি ও ফেস্টিভ্যাল এর আয়োজন করেন প্রবাসীরা। এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২৭ সেপ্টেম্বর ক্রাফট কমপ্লেক্সে হতে যাচ্ছে দিনব্যাপী বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫। যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানসহ অনেক তারকা।
এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য হলো বাংলাদেশকে মালয়েশিয়াতে নতুন ভাবে তুলে ধরা সেতু বন্ধনকে আরো শক্তিশালী করা। অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, প্রবাসীদের গৌরব ও উদ্ভাবনকে সবার সামনে উপস্থাপন করা এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বকে আরও সুদৃঢ় করা। প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশনের নেতারা।
উপস্থিত সাংবাদিকদের সামনে অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজ।
এসময় মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশনের রুহুল আমিন সরকার, মাহফুজ কায়সার অপু, মহুয়া রায় চৌধুরী, ওয়াসিম হাসান রেজা, মোঃ কাজী নজরুল ইসলাম ও জেসমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নানা কর্মসূচিতে সাজানো হয়েছে এই উৎসব । ফেস্টিভ্যালে দেশীয় রিয়েল এস্টেট, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তৈরি পোশাক, পর্যটন ও হস্তশিল্প প্রদর্শনীর বুথসহ থাকবে ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও স্ট্রিট ফুডের সমাহার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির জহুর রাজ্যের প্রিন্সেস তুংকু মরিয়ম জারাহ বিনতে মরহুম সুলতান ইস্কান্দার এবং অনুষ্ঠানের উদ্ভোধন করবেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহানআরা মনিকা। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের কূটনীতিক, মালয়েশিয়ান অতিথি, এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন, দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা ।
Comments