প্রবাসীদের পেনশন প্রদান ও লাশ বিনা শর্তে পাঠানোর দাবি মিলান বাংলা প্রেসক্লাবের

প্রবাসীদের পেনশন প্রদান, পাসপোর্ট জটিলতার সমাধান, ও সরকারি খরচে প্রবাসীদের লাশ প্রেরণসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি নিয়ে মতবিনিময় সভা করেছে মিলান বাংলা প্রেসক্লাব, ইতালির আয়োজনে। ইতালির মিলানোর প্রাণকেন্দ্রে অবস্থিত ইন্ডিয়ান রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতির বক্তব্য দেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার। তিনি বলেন, প্রতিটি দেশের প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে প্রেরণ করতে হবে এবং প্রবাসীদের প্রনোদনা নয় বরং পেনশন প্রদানের ব্যবস্থা করতে হবে।
প্রচার সম্পাদক রতন হক সভা পরিচালনা করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, সদস্য সাইফুল ইসলাম মোল্লা, আসিফ শাহরিয়ার রাজিব, জুলহাস উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান মিঠুসহ অনেকে।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি ইংল্যান্ড সফরে ইউকের কয়েকটি গণমাধ্যম টকশোতে প্রবাসীদের পেনশন প্রদান, (wage earners welfare board) ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের কার্ড বিহীন লাশ প্রেরণ এবং প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসানের দাবি জানান। এই বিষয়ে গুরুত্বারোপ করে প্রবাসীদের এই জনগুরুত্বপূর্ণ দাবি গুলো আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান বক্তারা।

এসময়ে এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স এর পক্ষ থেকে মিলান প্রতিনিধি আহসান হাবিব শিমুলের পরিচয় পত্রটি হাতে তুলে দেন প্রেসক্লাব সভাপতি। সভায় প্রবাসীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে রোম দূতাবাস ও মিলান কনস্যুলেটে অ্যাপয়েন্টমেন্ট বিহীন পাসপোর্ট করনের অনু্রোধ জানানো হয় এবং মিলানে প্রতি মাসে একদিন কেবল মিলানবাসীর জন্য কনস্যুলার সেবা কার্যক্রম চালুর দাবির পাশাপাশি প্রবাসী সেবার মান উন্নয়নে তরিত গতিতে সেবা প্রদানের লক্ষ্যে দূতাবাসের লোকবল বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দফতরের প্রতি আহবান জানানো হয় ।
Comments