ইতালির রোমে ভয়ংকর অস্ত্র ও বিপুল মাদকসহ ২৩ বছর বয়সী তরুণ গ্রেফতার

ইতালির রাজধানী রোমের EUR এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে ২৩ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ইতালিয়ান গণমাধ্যমের বরাতে জানা গেছে, তরুণের ঘরের ফ্রিজের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল কোকেইন। এছাড়াও, একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয় প্রায় ৯৫ কেজি হ্যাশিশ ও ৫ কেজি মারিজুয়ানা। পুরো ঘরজুড়ে তল্লাশি চালিয়ে পুলিশ পায় একটি পিস্তল, তাসার (বিদ্যুৎচালিত অস্ত্র), ধারালো ছুরি, গুলির খোসা, এবং পুলিশের ব্যবহৃত বিশেষ চিহ্ন (ডিস্টিংটিভ মার্কস)।
স্থানীয় পুলিশের ধারণা, এই তরুণ একজন সক্রিয় মাদক চক্রের সদস্য এবং তার সঙ্গে বৃহৎ পরিসরের অস্ত্র চোরাচালান জড়িত থাকতে পারে।
এই ঘটনায় ইতালির আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শুধু ইতালিই নয়, ইউরোপজুড়ে এমন মাদক ও অস্ত্র চক্র নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, চলতি মাসেই রোমে আরেকটি বড় মাদকবিরোধী অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল, যাদের মধ্যে একজন ছিল কুখ্যাত মাদক চক্রের শীর্ষ নেতা।
পুলিশ অভিযুক্ত তরুণের বিরুদ্ধে মাদক পাচার, অবৈধ অস্ত্র রাখা এবং প্রতারণার উদ্দেশ্যে পুলিশ সজ্জা ব্যবহারের অভিযোগে মামলা করেছে। তদন্ত চলছে।
Comments