‘সংস্কার বাদে ফেব্রুয়ারিতে নির্বাচন নয়’

এনসিপি'র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'সংস্কার বাদে কোন রকম নির্বাচন হলে এনসিপি তাতে অংশ নেবে না'। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে আলোচনা সভায় এ মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি আরো বলেন, '৭২ এর সংবিধান ফ্যাসিবাদের সংবিধান যে সংবিধান গত ৫৩ বছর বাংলাদেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। এই সংবিধান দিয়েই বঙ্গবন্ধু বাকশাল কায়েম করে। বিদ্যমান রাজনৈতিক দলগুলো ৭২ এর সংবিধান সংশোধন না করে, যে জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে, নতুন করে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা। এই নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার চেষ্টাকে কোনভাবেই প্রতিষ্ঠা করতে দেবে না ছাত্র-জনতা। প্রয়োজন হলে নতুন করে আন্দোলন গড়ে তুলবেন তারা'।
এর আগে তিন দিনের মালয়েশিয়া সফরে ২২ আগষ্ট শুক্রবার বিকালে মালয়েশিয়ায় পৌঁছালে প্রবাসীরা বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেন। ২৩ আগষ্ট শনিবার সারদিন মালয়েশিয়ায় অধ্যায়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান, মালয়েশিয়াতে চাকরির সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন। সন্ধ্যায় মালয়েশিয়ার কাজাং শিল্প এলাকায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন, প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়ার কথা শুনেন এবং আশ্বাস দেন তাদের সকল দাবি পূরণের।
২৪ আগষ্ট রবিবার দুপুরে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এক মিটিংয়ে প্রবাসীদের দাবিদাওয়া তুলে ধরেন এ জুলাই যোদ্ধা। পরবর্তীতে বিকালে প্রবাসীদের সঙ্গে আলোচনা সভায় বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে মিটিং এর বিষয়ে উল্লেখ করে বলেন, আমরা আপনাদের দাবিদাওয়া নিয়ে হাইকমিশনে আলোচনা করেছি, তবে আলোচনা করেই বসে থাকলে হবে না, দাবি আদায়ের জন্য কাজ করতে হবে।
বিকালে এ আলোচনা সভায় ৭২ এর সংবিধানকে মুজিববাদের সংবিধান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সংবিধান সংশোধন না কোন নির্বাচন নয়। আওয়ামী লীগের সংবিধান সংশোধন করে ডিসেম্বরেও নির্বাচন দিলেও তাদের কোন আপত্তি নেই বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
Comments