মালয়েশিয়ায় ৬০ হাজার পিস ঔষধসহ এক বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল -১ এ যৌথ অভিযান চালিয়ে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল এন্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) আনুমানিক ৮৫,০০০ হাজার রিংগিতের মূল্যর অনিবন্ধিত ঔষধ পাচারের অভিযোগ এক বাংলাদেশীকে আটক করেছে।
মালয়েশিয়ার টিভি তিগায় উল্লেখ করা হয় বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এক বাংলাদেশীর তিনটি লাগেজ প্রাথমিক স্কাইনে কিছু ধরা পড়লে, রয়্যাল মালয়েশিয়ান কাস্টম ডিপার্টমেন্ট (JKDM) এক কর্মকর্তা আরো সন্দেহ প্রকাশ করে, লাগেজটি আরো পরিদর্শনের জন্য (একেপিএস) ফার্মেসি ইনফোর্সমেন্ট টিমের কাছে হস্তান্তর করে।
লাগেজ তিনটি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় (কেকেএম) খুলে ৬০ হাজার পিস মালয়েশিয়ার অনিবন্ধিত ওষুধ পাওয়া যায়। যে ঔষধ গুলো সবই বাংলাদেশীর।
প্রাথমিক তদন্ত ধারণা করা হচ্ছে, আটক বাংলাদেশি কালোচোরা কারবারীর আন্তর্জাতিক একজন সদস্য। ওষুধ গুলো নিয়ে তিনি বাংলাদেশীদের কাছে বিক্রি করত।
জব্দ করা ওষুধের মধ্যে রয়েছে নিয়ন্ত্রিত বিষ এবং সাইকোট্রপিক্সযুক্ত ওষুধ, ১০০০ টিউব অ্যান্টি-ফাঙ্গাল ক্রিম এবং ২০,০০০ গ্যাস্ট্রিক বড়ি ছিলো।
নিয়ম অনুসারে বাজেয়াপ্ত ওষুধগুলো এক মাসের মধ্যে নিষ্ক্রিয় করা হবে বলে জানান কর্তৃপক্ষ।
Comments