মিলানের মালপেনসা বিমানবন্দরের চেক-ইন এলাকায় আগুন দিল ‘উত্তেজিত ব্যক্তি’

ইতালির ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি মিলানের মালপেনসায় আতঙ্ক সৃষ্টি করেছে এক 'উত্তেজিত ব্যক্তি'। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের টার্মিনাল–১-এর চেক-ইন এলাকায় তিনি হঠাৎ আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ডেস্কে আগুন জ্বলছে এবং একজন ব্যক্তি হাতুড়ি দিয়ে ডিজিটাল স্ক্রিন ও বড় একটি বিজ্ঞাপনের বোর্ডে আঘাত করছেন। উপস্থিত যাত্রীদের চিৎকার-চেঁচামেচি ও আতঙ্কে দৌড়াদৌড়ির দৃশ্যও ধরা পড়ে ভিডিওতে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে যান। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি সন্দেহভাজনকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন। এরপর আশপাশের কয়েকজন তাকে ঘিরে ধরে পুলিশ ডাকার অনুরোধ করেন। পরে নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে আটক করে।
লম্বার্ডি এয়ারপোর্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, আটক ব্যক্তির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দর আংশিকভাবে খালি করা হয়। ধোঁয়ার কারণে টার্মিনালের ভেতরে ও বাইরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
ইতালির পত্রিকা কোরিয়েরে দেলা সেরা জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। যদিও কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে, বিমান চলাচলে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটেনি।
কী কারণে ব্যক্তি এমন ঘটনা ঘটালেন, তা এখনো পরিষ্কার নয়। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশেষ করে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত মালপেনসা বিমানবন্দরে যাত্রীদের আস্থা বজায় রাখতে কর্তৃপক্ষকে আরও কঠোর নিরাপত্তা পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Comments