খালেদা জিয়ার জন্মদিনে ইতালিতে বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ইতালির রাজধানী রোমে দোয়া মাহফিল হয়েছে।
গত ১৫ আগস্ট বাদ মাগরিব রোমের তরপিনাত্তারা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এতে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, এবং পরিচালনা করেন সাবেক যুগ্ম সম্পদক আমির হোসেন মোল্লা। এ সময় ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি লকিউত উল্লাহ, সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ইতালি যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, "খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। অন্যায়ের কাছে মাথা নত না করা এক আপোসহীন নেত্রী।"
এসময় নেতারা আরো বলেন, প্রবাস থেকে তারা ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে।
দোয়া মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির সব শহীদ নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
Comments