ইতালীতে বনভোজনে গিয়ে লেকের পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইউরোপের দেশ ইতালিতে পরিবারের সাথে বনভোজনে গিয়ে লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ইতালির মুলভেনো লেকের পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশু ইটালী প্রাবসী আবুবক্কর সিদ্দিকের ছেলে আব্দুস সামাদ (১২)।
সে ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় বাসিন্দা মৃত আব্দুল সাদেক মেম্বারের নাতি।
এদিকে খবর পেয়ে ইতালি পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে মুমূর্ষু অবস্থায় রাউফকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ইতালীতে ও ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় কিশোর আ:সামাদ এর দাদার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, বিশ বছর ধরে ইতালি বসবাস করছেন আবু বক্কর সিদ্দিক। বিয়ের পর স্ত্রী সন্তানকে নিয়ে স্থায়ী ভাবে বসবাস করছেন তিনি। তাদের পরিবারের দুইটি ছেলে সন্তান রয়েছে। আব্দুস সামাদ রাউফ তাদের বড় ছেলে। সে ইতালির ভেনিস শহরের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা আবু বক্কর সিদ্দিক ভেনিসের এবিএম জাহাজ নির্মাণ কোম্পানির চেয়ারম্যান।

এ বিষয়ে ইতালী প্রবাসী ও নিহত শিশুর প্রতিবেশী সজিব আল হুসাইন বলেন, আমরা ইতালির ভেনিস মেসরে শহর থেকে একাধিক পরিবার পিকনিকে জন্য ইতালির মুলভেনো লেকের পাড় এলাকায় যাই। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো করে পরিবার নিয়ে লেকের পানিতে গোসল করতে নামে। শিশু সামাদও পানিতে নেমেছিল। কিন্তু সামাদ তখন খেলাধুলা করছিল। হঠাৎ আমরা শুনি সামাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে ভেবে ছিলাম সে হারিয়ে গিয়েছে। পরে সন্দেহ হলে সেই এলাকার স্থানীয় পুলিশ ও ফায়ারসার্ভিস খবর দিলে তারা এসে লেকের পানি থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সামাদের মৃত্যু হয়। আমরা প্রবাসীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Comments