ইতালি প্রবাসী মামুন হত্যার প্রতিবাদে রোমে সভা

ইতালির রাজধানী রোমে সম্প্রতি ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক মামুন (২৮) হত্যার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। রবিবার (৬ জুলাই) রোমের মন্তানিওয়ালা গির্জার পাশে একটি পার্কে এই প্রতিবাদ সভা হয়।
নরসিংদী জেলা বাসীর আয়োজনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মামুনের মতো একজন পরিশ্রমী মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। একজন তরুণকে এভাবে হারানো শুধু পরিবারের নয়, পুরো প্রবাসী কমিউনিটির অপূরণীয় ক্ষতি। এসময় তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর শাস্তির জন্য ইতালির প্রশাসন ও দূতাবাসের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরো বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
এসময় বাংলাদেশ কমিউনিটির সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য দেন রোম সিটি কর্পোরেশন ৮ নম্বর ওয়ার্ড এর প্রেসিডেন্ট আমেদিও চেচ্ছারি, কমিশনার বাংলাদেশি বংশদূত কবির হোসেনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন মামুন হত্যার সুষ্ঠু বিচারের জন্য ইতালিয়ান প্রশাসন কাজ করছে এবং মামুনের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বাংলাদেশ কমিউনিটির নেতারা প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করলেও প্রতিবাদ সভায় আশানুরুপ উপস্থিতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম। তিনি বলেন রোমে আমাদের শতাধিক সংগঠন রয়েছে, কিন্তু আজ আমাদের এখানে হাতেগোনা কয়েকটি সংগঠন ব্যতিত বাকিদের দেখা যাচ্ছে না। সবাই যদি একত্র হতে না পারি তাহলে আমাদের পরিণতি আরো ভয়াবহ হবে। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দাবি আদায়ে কাজ করতে হবে।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন কমিউনিটি নেতা জসিম উদ্দিন, হাসান ইকবাল, আলমগীর হোসেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এর সভাপতি অলি উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সালাম, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, নরসিংদী জেলা বাসীর পক্ষে মিজান মিয়া, সেলিম ভূইয়া, মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে পোস্টার, ব্যানার ও নিহত মামুনের ছবি নিয়ে 'Justice for Mamun' স্লোগান দেন।
মানববন্ধন শেষে নিহত মামুনের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
প্রসঙ্গত, মামুন (২৮) ইতালির রোম শহরে মন্তানিওয়ালা এলাকায় দীর্ঘ দিন ধরে বসবাস করছিলেন। ২৯ জুন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ ১জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
Comments