ইতালির রোমে ভয়াবহ বিস্ফোরণ: আহত ২০

আজ শুক্রবার (স্থানীয় সময় সকাল ৮.২০মি.) ইতালির রাজধানী রোমের ভিলা দে স্যাঙ্কটিস এলাকার ভায়া দে গর্দিয়ানি ৩২ নম্বরে একটি এলপিজি ও পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে, এরপর বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনাগুলোর দিকে, দাউ দাউ করে জ্বলতে থাকে এলাকা।
বিস্ফোরণের শব্দ এতটাই প্রচণ্ড ছিল যে শহরের বিভিন্ন স্থান, এমনকি কেন্দ্রস্থল থেকেও তা শোনা যায়। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার বিশাল মেঘ দেখা যায়, যা মাশরুমের আকৃতি ধারণ করে। স্থানীয় একজন বাংলাদেশি ব্যবসায়ী মাহমুদুল হাসান জানান, "লরেন্টিনো থেকে ইউর, নোমেন্টানো থেকে ভ্যাল মেলাইনা—রোমের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ১৫ বছরেও এমন ভয়াবহতা দেখিনি।"
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণের পর এলাকার একটি স্পোর্টস ক্লাব ও টেনিস কোর্টে থাকা লোকজন আতঙ্কে দৌড়ে পালাতে থাকেন। এরপর আরও বড় একটি বিস্ফোরণ হয়, যা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। "টেনিস কোর্টটি যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল," বলেন এক প্রত্যক্ষদর্শী।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আশেপাশের একটি স্পোর্টস সেন্টার, দুটি আবাসিক ভবন এবং একটি গ্রীষ্মকালীন ক্যাম্প দ্রুত খালি করা হয় । টিয়ানো (Teano) মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম এর বরাতে জানা গেছে, অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জন পুলিশ কর্মকর্তা, একজন ফায়ার সার্ভিসকর্মী এবং একজন প্যারামেডিক রয়েছেন। বিস্ফোরণের ফলে পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন । এই ঘটনায় আহতদের মধ্যে কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানা গেছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘটনাস্থলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে যোগাযোগ করেছেন । পোপ লিও চতুর্দশ এই ঘটনায় আহতদের জন্য প্রার্থনা করেছেন এবং ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।
আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য দুটি মোবাইল মেডিকেল ইউনিট স্থাপন করা হয়। পাশাপাশি রোমের সান জিওভানি হাসপাতাল ও জেমেলি পলিক্লিনিকে চালু করা হয়েছে 'PEIMAF' জরুরি সঙ্কট ব্যবস্থাপনা পরিকল্পনা, যা বড় বিপর্যয়ের সময় দ্রুত সেবা নিশ্চিত করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ট্রাক গ্যাস পাইপলাইনে ধাক্কা দিলে গ্যাস লিক হয় এবং এরপর একাধিক বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের শব্দ পুরো রোম শহরে শোনা যায় এবং আশেপাশের ভবনগুলো কেঁপে ওঠে, আশপাশের ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, রোম শহরের নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও আহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
Comments