রোমে তীব্র তাপপ্রবাহের মধ্যে চলন্ত বাসে আগুন, ভবনের বারান্দা ক্ষতিগ্রস্ত

ইতালিতে তীব্র গরমে আজ দুপুর ১টার দিকে রোমের ভিয়া প্রেনেস্তিনা (Via Prenestina) এলাকায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি। তবে, একটি আবাসিক ভবনের বারান্দা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাসের উপরের অংশ থেকে আগুন লাগে বলে জানা গেছে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের একটি বাড়ির প্রথম তলার বারান্দায় ঢুকে পড়ে। আগুনের কারনে ওই ভবনের কাচ ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এটি ছিল ATAC পরিবহন সংস্থার একটি Solaris ব্র্যান্ডের হাইব্রিড বাস, ১৮ মিটার দীর্ঘ। এই বাসটি ২০২৪ সালে নতুন করে সংযোজিত হয়েছিল । যাত্রী পরিবহন শেষে ডিপোর দিকে ফিরছিল বাসটি, চালক ছাড়া আর কেউ না থাকায় কোন হতাহত হয়নি।
আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এটি হতে পারে।
রোমে এর আগেও পুরনো বা দুর্বলভাবে রক্ষণাবেক্ষণ করা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই বাসটি ছিল একেবারে নতুন ও উন্নত প্রযুক্তিসম্পন্ন, তাই এ ঘটনাটি বিশেষ উদ্বেগজনক।
Comments