প্যারিসে সিটি ইউনিভার্সিটির শতবর্ষ উদযাপনে শিল্পী উর্মিলা শুক্লার একক চিত্র প্রদর্শনী

প্যারিসে সিটি ইউনিভার্সিটির শতবর্ষ উদযাপনে নানা আয়োজনে মধ্যে চলছে শিল্পী উর্মিলা শুক্লার একক চিত্র প্রদর্শনী 'Under the Trees.'।
প্যারিসের ঐতিহ্যবাহী সিটি ইউনিভার্সিটি (Cité Internationale Universitaire de Paris) তাদের শতবর্ষ পূর্তি (১৯২৫-২০২৫) উদযাপন উপলক্ষে আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী চিত্র প্রদর্শনীর— 'Under the Trees', যা চিত্রশিল্পী উর্মিলা শুক্লার প্যারিসে প্রথম একক চিত্রপ্রদর্শনী।
এই তিন দিনের খোলা আকাশের নিচে হচ্ছে এই প্রদর্শনীটি। স্থান: Fondation Deutsch de la Meurthe, 37 Boulevard Jourdan, 75014 Paris।
বাংলাদেশী বংশোদ্ভূত চিত্রশিল্পী উর্মিলা শুক্লা এক শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন চিত্রশিল্পী, এবং জীবনসঙ্গীও শিল্পচর্চার সঙ্গে জড়িত। শিল্প আর সৃষ্টিশীলতায় পরিপূর্ণ এক পরিবেশে বেড়ে ওঠা উর্মিলার জীবনের বড় অনুপ্রেরণা — পাখি, ফুল ও প্রকৃতি। তার ভাষায়, জীবনের দুঃখ-সুখে গাছের ছায়াতলে আমরা আশ্রয় খুঁজি, সেখানে ফুল-পাখিরা হয়ে ওঠে আমাদের সঙ্গী, আমাদের নিরব আনন্দ ও সান্ত্বনা'।

প্রদর্শনীতে উর্মিলা তার চিত্রকর্মে তুলে ধরেছেন সেই সৌন্দর্য, যেটি তিনি পেয়েছেন প্রকৃতির মাঝে – গাছের ডালে বসা পাখি, ঝরে পড়া পাঁপড়ি, আর একান্ত নির্জনে কথা বলা একান্ত সঙ্গীদের সঙ্গে। এই প্রদর্শনী যেন প্রকৃতির প্রতি ভালোবাসা এবং এক কৃতজ্ঞ চিত্তের নিঃশব্দ শ্রদ্ধা।
'Under the Tree' শুধুই একটি প্রদর্শনী নয়, এটি এক আবেগঘন আলোকচিত্র ও সুরের যাত্রা। প্রদর্শনীর সময় জুড়ে থাকবে চিত্র প্রদর্শনীর পাশাপাশি সঙ্গীত পরিবেশনা ও উন্মুক্ত শিল্প আলোচনা।
Comments