বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দ্রুত ঋণ চায় বাংলাদেশ

প্রতিশ্রুত বাজেট সহায়তায় অবশিষ্ট ৫০০ মিলিয়ন ডলার ঋণ দ্রুততার সাথে দেয়ার জন্য বিশ্বব্যাংক-কে অনুরোধ জানাবে বাংলাদেশ। জুলাই থেকে শুরু হওয়া সংস্থাটির নতুন তিন বছরের সফট-লেন্ডিং স্কিমের অধীনে অতিরিক্ত ঋণও প্রত্যাশা করছে বাংলাদেশ।
বিশ্বব্যাংক-আইএমএফ স্প্রিং মিটিং (এপ্রিল ২১-২৬) চলাকালীন, বাংলাদেশ বিনিময় হার এবং রাজস্ব ব্যবস্থাপনার বিষয়ে সুনির্দিষ্ট সংস্কার পরিকল্পনা উপস্থাপন করবে। আইএমএফ তার ৪.৭ মিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের জন্য এগুলোই পূর্ব শর্ত। আইএমএফ গত বছরের জুন পর্যন্ত তিন কিস্তিতে ২.৩ বিলিয়ন ডলার বিতরণ করেছে, যা প্রতিশ্রুতির অর্ধেক। ২০২৫ সালের জুনে প্রত্যাশিত পরবর্তী ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিশ্চিত না করেই গত সপ্তাহে আইএমএফ প্রতিনিধিদল ঢাকা ছেড়েছে।
প্রতিশ্রুত তহবিল দ্রুত ছাড়ের পাশাপাশি, বাংলাদেশ প্রবৃদ্ধি-চালিত অবকাঠামো প্রকল্প, স্বাস্থ্য, শিক্ষা এবং মানব উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থায়নের অনুরোধ জানাবে। প্রস্তাবিত বে টার্মিনাল গভীর-সমুদ্র প্রকল্পের জন্য সামুদ্রিক অবকাঠামো উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের সাথে ৬৫০ মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষরের কথাও রয়েছে। গত বছরের জুনে অনুমোদিত ঋণটি ৬ কিলোমিটার জলবায়ু-স্থিতিস্থাপক ব্রেক ওয়াটার নির্মাণে অর্থায়ন করবে, যা জলোচ্ছ্বাসের প্রভাব থেকে বন্দরকে রক্ষা করবে।
Comments