শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৬
শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় শেরপুর-ময়মনসিংহ সড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম ঢাকা জার্নালকে এ তথ্য জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুর ১২টার দিকে শেরপুরগামী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ও পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা সবাই শেরপুরের বাসিন্দা। তারা হলেন, অটোরিকশাচালক লোকমান এবং যাত্রী মোখলেছুর রহমান ও তার স্ত্রী উম্মে কুলসুম, কামরুজ্জামান ইমন, মাইশা জেসমিন মীম, নিনা রানী।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।