স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে অসুস্থ মির্জা ফখরুল; সাভার সিএমএইচ এ ভর্তি
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। তবে তিনি সাংবাদিক দের সাথে কথা বলতে পারেন নি।
সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার জন্য প্রস্তুতি নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
পরে তাকে সাভার সিএমএইচ এ ভর্তি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ সহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।