ঢাকা জার্নালের পথ চলা শুরু

আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল ঢাকা জার্নাল। সোমবার (৯ ডিসেম্বর) কেক কেটে অনলাইনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির উপদেষ্টা নাসির আহমেদ চৌধুরী। এসময় তিনি বলেন, গণমানুষের কথা বলবে নতুন আঙ্গিকে শুরু হওয়া ঢাকা জার্নাল। এ সময় সাংবাদিকতা নিয়ে উনার স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, দায়িত্বশীল গণমাধ্যম হবে ঢাকা জার্নাল।
আজ অনাঢ়ম্বরভাবে শুরু হলো ঢাকা জার্নালের পথ চলা। আজকের মাহেন্দ্রক্ষণের জন্য আমাদের প্রতীক্ষা ছিল বহুদিনের। দেশে রাজনৈতিক কারণে সৃষ্ট পরিবর্তিত পরিস্থিতিতে এ কাজ বিলম্বিত হয়। সংবাদমাধ্যম জগতে এখন অস্বাভাবিক বাড়বাড়ন্ত চলছে অনলাইন নিউজ পোর্টালের। দেশে প্রচুর অনলাইন। কোন কোনটি একেবারই ওয়ান ম্যান আর্মির মতো। রাতারাতি নিউজ পোর্টাল আসছে আবার হারিয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিকতার সংকটে অনেকগুলোই টিকে থাকছে না। ঢাকা জার্নাল প্রাতিষ্ঠানিকতার জায়গা থেকেই যাত্রা শুরু করল। সাংবাদিকতার পেশাদারিত্বের সাথে দায়িত্ববোধের সমন্বয়ে জনচাহিদা পূরণের মাধ্যম হিসেবে ঢাকা জার্নাল তার আগামীর অবস্থান নির্ধারণ করতে চায়। সাদাকে সাদা, কালোকে কালো বলার ধৃষ্টতা দেখাতে হয় সংবাদ মাধ্যমকে। কিন্তু সাদা ও কালোর মধ্যে ধূসরতা থাকে। সেই ধূসরতার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত সত্য। বাজার অর্থনীতি যেমন গ্রামীণ বাংলাদেশকে সামাজিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে বদলে দিয়েছে অনেকটাই, সে ভাবে সংবাদমাধ্যমও এসেছে এক বিপুল পরিবর্তন। এমন গতিময় নাগরিক জীবনের অংশ অনলাইন নিউজ পোর্টাল। যত দ্রুত সম্ভব মানুষকে খবর জানানো ও খবর বিশ্লেষণে এখন অনলাইনই মানুষের ভরসা। পত্রিকা ও টেলিভিশন ওয়ান ওয়ে মিডিয়া, কিন্তু অনলাইন টু-ওয়ে মিডিয়া। নতুন পৃথিবীতে নতুন রূপে একক মানুষের একাকিত্বের নবনির্মাণই সভ্যতার আবহমান ইতিহাস। জনারন্যে প্রতিটি মানুষই আসলে একা। মানুষ দলবদ্ধ থাকতে পছন্দ করে, কিন্তু সে কেবলই বিচ্ছিন্ন হয়। পরিবার থেকে হয়, বন্ধু থেকে, সমাজ থেকে হয়। আসলে নিজেও নিজ থেকে বিচ্ছিন্ন হয়। এমন এক বিচ্ছিন্নতার যুগে একটি অনলাইন পোর্টাল হিসেবে ঢাকা জার্নাল চাইবে জনমানুষের হয়ে উঠতে। আমরা প্রত্যাশা করতে চাই সময়ের গণআকাঙ্ক্ষা পূরণের সংবাদমাধ্যম হয়ে উঠবে ঢাকা জার্নাল।
ঢাকা জার্নালকে শুভকামনা জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সত্যের পাশে সবসময় থাকতে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকা জার্নাল। ঢাকা জার্নাল হবে গণমানুষের আস্থার গণমাধ্যম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা জার্নালের অবিরাম এগিয়ে চলার পথে বস্তুনিষ্ঠতা ধরে রাখার আহ্বান জানান গ্রীন ডেল্টার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈন উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। এসময় তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে ঢাকা জার্নাল সংকল্পবদ্ধ।

সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে এগিয়ে যেতে পারলে ঢাকা জার্নাল হবে ভবিষ্যৎ সাংবাদিকতার অন্যতম মডেল, এমনটিই জানান উপস্থিত অতিথিরা।
Comments