দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন।
এদিন বিমানবন্দর থানার এক হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির এমডি আরিফ হাসানকে পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের কার্যালয় থেকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অনদ্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা এলাকায় আরিফ হাসানের নির্দেশে শিক্ষার্থীদের উপর গুলি চালায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় আহত সজিব নামে এক শিক্ষার্থীর বাবার করা হত্যাচেষ্টা মামলায় শনিবার (১৬ নভেম্বর) দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।