হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নিহত হলেন আরও ৬ ইসরাইলি সেনা
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে আরও ছয় ইসরাইলি সেনা নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) সীমান্তের কাছাকাছি যুদ্ধ করার সময় তারা নিহত হন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালীন সেনারা নিহত হন। তারা হলেন- ক্যাপ্টেন ইতায় মার্কোভিচ (২৪), স্টাফ সার্জেন্ট সারিয়া এলোবিম (২১), স্টাফ সার্জেন্ট ডিরোর হেন (২০), স্টাফ সার্জেন্ট নির গোফের (২০), স্টাফ সার্জেন্ট শালেভ ইৎজহাক সাগ্রোন (২১) এবং স্টাফ সার্জেন্ট ইয়োয়াভ ড্যানিয়েল (১৯)।
গত ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। তবে তাদের পাল্টা জবাব দিচ্ছেন হিজবুল্লাহ যোদ্ধারাও। এই ছয় সেনার মৃত্যুর মধ্যদিয়ে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত ৪৭ জন ইসরাইলি সেনা নিহত হলেন।
এর আগে, মঙ্গলবার (১২ নভেম্বর) এক্সে দেয়া (সাবেক টুইটার) পোস্টে ইসরাইলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময়, তিনি পুনর্ব্যক্ত করেছেন যে ইসরাইল সম্পূর্ণ শক্তি দিয়ে হিজবুল্লাহকে আঘাত করতে থাকবে এবং কোনো যুদ্ধবিরতি হবে না।
গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই তাদের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংঘাত চলছে। তবে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইলি সামরিক বাহিনী। গত এক বছরে ইসরাইলি হামলায় লেবাননে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।