পাকা চুল তুললে কি সত্যিই আরও বেশি গজায়?

বয়সের সীমানা পেরোলেও আজকাল পাকা চুলের সমস্যা যেন সবার দোরগোড়ায়। কিশোর থেকে যুবক, এমনকি তরুণীরাও মাথায় সাদা চুল দেখে চিন্তায় পড়ছেন। আর এই ধূসর চুল দেখা দিলেই বাড়ির বড়রা সতর্ক করে বলেন, 'একটা তুললেই দশটা গজাবে।' কেউ কেউ এমনও বলেন, চুল তুলে সেই জায়গা আঙুল দিয়ে না ঘষলে রোমকূপের তরল নাকি পাশের চুলগুলোকেও সাদা করে দেয়। কিন্তু এই কথা কি সত্যি, নাকি শুধুই প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা একটি গুজব এই প্রশ্নের জবাব অনেকেই জানেন না। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ বিষয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা।
গুজব আর বিজ্ঞান যা বলছে: এই ধারণা শুনে শুনে অনেকেই মনে করেন, পাকা চুল তুললে মাথায় যেন সাদা চুল আরও বেড়ে যায়। কিন্তু বিজ্ঞান এই কথার কোনও সমর্থন করে না। বিশেষজ্ঞদের মতে, একটি রোমকূপ থেকে শুধু একটি চুলই গজায়। তাই পাকা চুল তুললেও সেখানে নতুন একটি চুলই আসবে, একাধিক নয়। তবে এই ভুল ধারণা এতটাই গেঁথে গেছে যে, গ্রাম থেকে শহর—সবখানেই এর প্রভাব দেখা যায়।
কেন চুল পাকে চুল: চুলের রং নির্ধারিত হয় ফলিকলের রঞ্জক কোষ দিয়ে। এই কোষ যখন কাজ করা বন্ধ করে বা নষ্ট হয়ে যায়, তখন চুল সাদা বা ধূসর হয়ে ওঠে। পরিবারের ইতিহাস, মানসিক চাপ, লিভারের সমস্যা, ওষুধের প্রভাব কিংবা বয়স—এগুলোই চুল পাকার মূল কারণ। আশ্চর্যের বিষয়, এমনও দেখা গেছে যে অনেক তরুণ-তরুণীর চুল অল্প বয়সেই সাদা হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক জীবনযাত্রার বদলও এর জন্য দায়ী।
তুলে ফেলা কি সমাধান: মাথায় সাদা চুল দেখলেই অনেকে তা ছিঁড়ে ফেলতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এটা কি আদৌ ঠিক? না, বরং এতে মাথার ত্বকে সংক্রমণ বা চুল পড়ার ঝুঁকি বাড়ে। তাই বিজ্ঞানীরা বলছেন, পাকা চুল তুলে ফেলার কোনো মানে নেই। চুল পাকলে সেটা তুলে ফেললে কোনো সমাধান হয় না।
চুল ছাঁটাই: চুল পাকার সহজ সমাধান দিয়েছেন বিশেষজ্ঞরা। একটি ছোট কাঁচি নিয়ে সাবধানে পাকা চুলগুলো ছেঁটে ফেলুন। এতে চুলের ফলিকলের ক্ষতি হয় না, আর মাথার সৌন্দর্যও থাকে অটুট। শুধু তাই নয়, এই পদ্ধতি আপনার সময় বাঁচিয়ে চুলের যত্নকে আরও সহজ করে তুলবে।
Comments