আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় এতিমদের অর্থ সহায়তা

সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, মালয়েশিয়ার স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি)
কুয়ালালামপুরের হাংতুয়ায় অবস্থিত মসজিদ আল বুখারিতে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি মালয়েশিয়া, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সংক্ষিপ্ত আলোচনা, কোরান তেলাওয়াত, সুরাহ ইয়াসিন পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। দলের সহসভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদের সভাপতিত্বে ও প্রধান অতিথি দলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ এর উপস্থিতিতে আলোচনা সভা সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন। মরহুম আরাফাত রহমানের ব্যক্তি জীবন ও তার কৃতিত্ব সম্মন্ধে সংক্ষিপ্ত আলোচনা করেন আলোচনা সভার প্রধান অতিথি ও সভাপতি।
কোরান তেলাওয়াত, সুরাহ ইয়াসিন পাঠ পরিচালনা সহ দোয়া পাঠ করেন মসজিদ আল-বুখারীর খতিব ওস্তাজ লুতফি। বিভিন্ন এতিমখানা থেকে আসা এতিমদের সমাগমে সুরাহ ইয়াসিন পাঠ শেষে মরহুমের ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আন্তার শান্তি ও বেগম খালেদা জিয়া এবং সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটি, সাধারণ সম্পাদক বিএনপি মালয়েশিয়া মোহাম্মদ মোশাররফ হোসেন এর সুস্থতা কামনা করে মিলাদ শেষে দোয়া করা হয়। বাংলায় দোয়া পাঠ করেন দলের সহসভাপতি, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ, এতিমদের হাতে নগদ অর্থ প্রদান করেন দলের নেতাকর্মিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের সহসভাপতি আব্দুল জলিল লিটন, ড.এস এম রহমান তনু, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, সহদপ্তর হাবিবুর রহমান শিশির, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহসভাপতি যুব দল মালয়েশিয়া মঞ্জ খা, কর্মসন্থান বিষয়ক সম্পাদক যুব দল মালয়েশিয়া জাহাঙ্গির হাওলাদার, যুব নেতা মালয়েশিয়া নূরে সিদ্দিকী সুমন,প্রতিষ্ঠাতা আহ্বায়ক জাসাস মালয়েশিয়া আসদুজ্জামান মাসুম,সুবাং জায়া বিএনপি নেতা ঈমন সাইদ,সিনিয়র সহসভাপতি স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া আলিখান জুয়েল, সহসাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল তারেক সালাম, সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল হেলাল শিকদার, সভাপতি স্বেচ্ছাসেবক দল মহানগর এম মোজাম্মেল হক প্রধান, সহসাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল আল ইমরান, যুব নেতা মালয়েশিয়া মাসুদ, বিএনপি মালয়েশিয়া নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, আব্দুল কাদের, সাইদুর রহমান বাবু, বিল্লাল হান্নান মল্লিক ও মোঃ আশরাফুল আলম বাচ্চু।
Comments