ওটিটি থেকে মুক্তি পাওয়া ‘রক্তজবা’ পাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০২৩ সালে সিনেমা হলে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত হয় 'রক্তজবা'। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমা আইস্ক্রিনে ২৫ টাকায় দেখার জন্য প্রকাশ করে।
বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে আগ পর্যন্ত কেবল প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবি বিবেচিত হতো। কিন্তু এবার প্রথমবারের মতো সিনেমা হলে মুক্তি না পাওয়া এই ছবি পুরস্কার অর্জন করল।
'রক্তজবা'র চিত্রনাট্য পরিচালকের নাম নিয়ামুল মুক্তার নয়, বরং মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজই লিখেছেন। পরিচালক নিজে চিত্রনাট্যকার হিসেবে মনোনয়ন পান, তবে তিনি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। মুক্তা বলেন, "আমি ছবিতে যে কাজটি করেছি না, তার জন্য পুরস্কার নেওয়া ঠিক হবে না। পুরস্কার দেখতে চাই চিত্রনাট্যকার তাজের হাতে।"
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু ও কাজী তানভির। জর্জের ভূমিকায় দেখা গেছে প্রধান শিক্ষকের চরিত্রে।
Comments