আসছে রজনীকান্তের বায়োপিক
নিজের নতুন ছবির প্রচারে কথা বলতে গিয়ে সুপারস্টার রজনীকান্তের কন্যা সৌন্দর্যা জানান, সুপারস্টার ইতিমধ্যেই নিজের জীবনের গল্প লিখতে শুরু করেছেন। বইটিতে তাঁর শুরুর সংগ্রাম থেকে শুরু করে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠার যাত্রা তুলে ধরা হবে। তিনি বলেন, বেঙ্গালুরুতে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করার সময়ের সংগ্রাম থেকে কোলিউডে সুপারস্টার হয়ে ওঠা পর্যন্ত পথচলা এতে থাকবে।সৌন্দর্যার মতে, আত্মজীবনীতে রজনীকান্তের ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ মোড়গুলোর কথাও উঠে আসবে—যেসব অধ্যায় সম্পর্কে জানতে ভক্তদের দীর্ঘদিনের কৌতূহল রয়েছে। তাঁর ভাষ্য, বইটিতে এমন অনেক দিক উঠে আসবে, যা এতদিন ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ ছিল। এর আগে পরিচালক লোকেশ কানাগারাজও জানিয়েছিলেন, কুলি ছবির শুটিং চলাকালে তিনি রজনীকান্তকে প্রতিদিন কিছু না কিছু লিখতে দেখেছেন—যা এই আত্মজীবনী প্রকল্পের প্রতি তাঁর নিয়মিত মনোযোগের ইঙ্গিত দেয়। সৌন্দর্যা বইটিকে তাঁর জীবন ও শিল্পীসত্তার পূর্ণাঙ্গ দলিল হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, প্রতিটি চরিত্রে কাজ করার পেছনে রজনীকান্ত যে শ্রম দিয়েছেন এবং জীবনের পথচলায় যে অধ্যবসায় দেখিয়েছেন, তা এই বইয়ে প্রতিফলিত হবে। তিনি মনে করেন, বইটি বিশ্বজুড়ে আলোড়ন তুলবে।
Comments