সিনেমায় আর গাইবেন না অরিজিৎ সিং
প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং।
মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে সিনেমার কোনো গানে আর কাজ না করার কথা লিখেছেন তিনি।
অরিজিৎ লিখেছেন, "শুভ নববর্ষ সবাইকে। শ্রোতা হিসেবে এত বছর আমাকে ভালোবাসায় তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ হাতে নেব না।
"এটা এখানেই শেষ করছি; দারুণ এক যাত্রা ছিল।"
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, অরিজিৎ সিংয়ের সংগীতের জীবন শুরু হয় ২০০৫ সালে 'ফেম গুরুকুল' রিয়েলিটি শোতে প্রতিযোগিতার মধ্য দিয়ে। ২০১২ সালে 'এজেন্ট বিনোদ' সিনেমায় 'রাবতা' গান দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে পথচলা শুরু হয়। সাফল্যের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। এক বছর পরই 'আশিকি২' সিনেমায় 'তুম হি হো' গানে কণ্ঠ দিয়ে তুমুল জনপ্রিয়তা পান।
রোমান্টিক গানে তার কণ্ঠ ফিরেছে তরুণদের মুখে মুখে। গত দশকের হিন্দি সিনেমাগুলোতে তার কণ্ঠ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 'চান্না মেরেয়া', 'আগার তুম সাথ হো', 'গেরুয়া', 'জালিমা, 'কেসারিয়া' ও 'ফির লে আয়া দিল' এর মত অনেক হিট হয়েছে।
ব্যক্তিগত জীবনে খুব সাধারণ চলাফেরা তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছড়ানো ভিডিওতে তার সেই জীবনযাপনের চিত্র সবাইকে মুগ্ধ করেছে। সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন অনন্য।
স্ত্রী কোয়েল রায় ও সন্তানদের নিয়ে কলকাতা থেকে ২২৬ কিলোমিটার দূরে জিয়াগঞ্জে থাকেন ৩৮ বছর বয়সি এ শিল্পী। স্ত্রী-সন্তানদের রেখেছেন গানের 'স্পটলাইটের' বাইরে।
২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে স্পটিফাইয়ে ভারতের সব শিল্পীকে ছাড়িয়ে যান তিনি। সেই সময়ে ভারতের যেকোনো শিল্পীর চেয়ে তার গানই সবচেয়ে বেশি শুনেছেন ভক্তরা।
২০২৩ সালের অগাস্ট থেকে অন্তত দুইবার প্ল্যাটফর্মটিতে এক নম্বর র্যাংকিংয়ে থাকা টেইলর সুইফটকেও তিনি ছাড়িয়ে যান।
Comments