এশিয়ার সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের তিন সিনেমা
চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস প্রকাশিত '২০২৫ সালে এশিয়ার সেরা ২০ সিনেমা'র তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। তালিকার ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসানের বালুর নগরীতে, ১৭ নম্বরে সৌমিত্র দস্তিদারের জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক এবং ১৯ নম্বরে নুহাশ হুমায়ূনের ২ষ।
২০০৯ সাল থেকে এশিয়ান সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কাজ করছে এশিয়ান মুভি পালস। ২০১৯ সাল থেকে তারা নিয়মিত এশিয়ার সেরা সিনেমার তালিকা প্রকাশ করছে, যেখানে শৈল্পিক গল্প, নির্মাণভঙ্গি ও সামাজিক–রাজনৈতিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সমকালীন এশীয় সিনেমা দিন দিন শক্ত অবস্থান তৈরি করছে। এই ধারায় বাংলাদেশের সিনেমার উত্থানও উল্লেখযোগ্য বলে মন্তব্য করা হয়েছে।
তালিকার শীর্ষ পাঁচে রয়েছে ইরানের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, ইরাকের ইরকালা: ড্রিমস অব গিলগামেশ, ইরানের কাটিং থ্রো রকস, সৌদি আরবের হিজরা এবং বাংলাদেশের বালুর নগরীতে।
বালুর নগরীতে সিনেমাটিকে একটি পরিমিত পরিসরের আর্টহাউস ছবি হিসেবে বর্ণনা করা হয়েছে। সিনেমাটি কার্লোভি ভেরি চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পায় এবং বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।
জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক–কে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে।
আর ২ষ–কে প্রশংসনীয় অ্যানথোলজি হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে ভয়ের গল্পের মাধ্যমে মানুষের অন্তর্গত আবেগ ও দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
Comments