প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র পেলেন পদ্ম বিভূষণ সম্মান
প্রবীণ ও কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তরভাবে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম বিভূষণ প্রদান করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৬ সালের পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সম্মাননার ঘোষণা দেয়। হিন্দি চলচ্চিত্রের এই বরেণ্য তারকা ২০২৫ সালের ২৪ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়, যা সহজে পূরণ হওয়ার নয়। পদ্ম বিভূষণ সম্মান ঘোষণার পর ধর্মেন্দ্রের স্ত্রী, অভিনেত্রী ও রাজনীতিক হেমা মালিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, চলচ্চিত্র শিল্পে ধর্মেন্দ্রের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ায় তিনি গর্বিত।
ষাট ও সত্তরের দশকে অ্যাকশন, রোমান্টিক ও পারিবারিক—সব ধরনের চরিত্রেই তিনি সমান জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে শোলে, ফুল অউর পাথর, ধর্মবীর, সত্যেম শিবম সুন্দরম, চুপকে চুপকে, হাকিকত ও সীতারাম । তিনি শুধু বাণিজ্যিক ছবিতেই নয়, বরং সমালোচকদের প্রশংসিত ছবিতেও শক্তিশালী অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। ফুল অউর পাথর ছবির জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার লাভ করেন, যা তাঁর ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্রের পরিবারও বলিউডে সুপরিচিত। তাঁর ছেলে সানি দেওল ও ববি দেওল সফল অভিনেতা হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছেন। স্ত্রী হেমা মালিনী নিজেও বলিউডের কিংবদন্তি অভিনেত্রী এবং একজন সক্রিয় রাজনীতিক।
চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ধর্মেন্দ্র এর আগেও পদ্ম ভূষণসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন। পদ্ম বিভূষণ প্রাপ্তির মাধ্যমে তাঁর দীর্ঘ, বৈচিত্র্যময় ও প্রভাবশালী অভিনয়জীবনের রাষ্ট্রীয় স্বীকৃতি আরও একবার প্রতিষ্ঠিত হলো।
Comments