তারেক রহমানের কাছে লালিত স্বপ্নের কথা তুলে ধরলেন নির্মাতা দীপন
দেশের মাটিতে লাখো মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন তিনি। সারা দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর আমেজ বিরাজ করছে ঠিক তখনই তার কাছে এক ব্যতিক্রমী আবদার ও প্রত্যাশার কথা জানিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন।
নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে 'ঢাকা অ্যাটাক' খ্যাত এই নির্মাতা উল্লেখ করেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রাণীদের প্রতি অত্যন্ত যত্নশীল। লেখেন, 'আজ তারেক রহমান আসছেন, যিনি প্রাণী ভালোবাসেন। সেটা তার পোষা জেবু বিড়ালকে বিদেশ থেকে নিয়ে আসছেন; সে কারণে বলছি না। আদনান আজাদ আমাকে বলেছেন তারেক রহমান বিড়াল, কুকুর, সাপসহ প্রতিটা প্রাণীর জীবন রক্ষায় ব্যক্তিগতভাবে আগ্রহী।'
এই প্রেক্ষাপটেই নিজের আজীবনের একটি লালিত স্বপ্নের কথা তুলে ধরেন দীপন। বাংলাদেশে পথ কুকুর ও ভাসমান বিড়ালসহ বিভিন্ন পশুপাখির জন্য প্রতিটি জেলায় একটি করে আধুনিক ও ফ্রি হাসপাতালের চেইন তৈরি হোক, এটিই তার চাওয়া।
তারেক রহমানকে উদ্দেশ্যে করে তিনি লেখেন, 'তারেক ভাই, যদি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তবে আপনার কাছে আমার এই প্রত্যাশা থাকলো। আরও অনেক কিছু আপনাকে ঠিক করতে হবে, সেই কথা আপনাকে অনেকেই বলবে।'
দীপঙ্কর দীপনের এই ব্যতিক্রমী ও মানবিক চাওয়া সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নেটিজেনদের অনেকেই তার এই ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, 'ভিন্নরকমের চাহিদা, খুশি হলাম।' আরেকজন লিখেছেন, 'অন্তত নিজেদের বাইরে গিয়েও অন্য কিছু নিয়ে ভাবনার মানুষ বিদ্যমান।'
তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে উদ্যাপন করতে সারা দেশ এক হয় ৩৬ এক্সপ্রেসওয়েতে। যাওয়ার পথে অভ্যর্থনা জানাতে অপেক্ষারত নেতা-সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন তিনি। তার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিবাদন গ্রহণের চারটি ছবি শেয়ার করে সেখানে তারেক রহমান লেখেন, সবার প্রতি কৃতজ্ঞতা।
Comments