‘বেশির ভাগ প্রস্তাবই ছিল বোল্ড ও সহিংসতা নির্ভর’ — বললেন মাহি
সামিরা খান মাহি। তারকা অভিনেত্রী ও মডেল। সম্প্রতি ওয়েব ফিকশন 'থার্সডে'-এর পাশাপাশি 'নীল ছাতা', 'দ্বিতীয় পত্র', 'বকুল ফুল', 'খুশবু'সহ আরও বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন তিনি। অভিনয়ে নিজস্ব ভাবনা, এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন রাসেল আজাদ বিদ্যুৎ
অভিনয় নিয়ে সিরিয়াস না হয়ে উপায় ছিল না। কারণ, পরিণত শিল্পী হয়ে উঠতে হলে এমন কিছু কাজ করা প্রয়োজন, যা অনেক দিন দর্শক মনে বেঁচে থাকবে। অভিনয় জগতে পথ চলতে গিয়ে বুঝেছি, দর্শক তারকাদের মূল্যায়ন করেন নাটক, সিনেমা বা সিরিজের সংখ্যা দিয়ে নয়, অভিনয় দিয়ে। তাই চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত এমন সব গল্প ও চরিত্র বেছে নিতে, যা দর্শকের মনে বিশ্বাসযোগ্য করে তোলা যাবে। সেই ভাবনা থেকে 'বকুল ফুল' নাটকে প্রতিবন্ধী চরিত্রটি বেছে নেওয়া।
'খুশবু' নাটকে আমার উপস্থিতি কম সময়ের জন্য হলেও এর কাহিনি গড়ে উঠেছে এর নায়িকা চরিত্রটির জীবনযাপন ও বিষাদী ঘটনাকে কেন্দ্র করে। ওয়েব ফিকশন 'থার্সডে'র আগেও একটি নাটকে পুলিশ চরিত্রে অভিনয় করেছি। কিন্তু সেই নাটকে পুলিশের চেয়ে 'থার্সডে' চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। 'দ্বিতীয় পত্র', 'নীল ছাতা'সহ এই সময়ের আরও যেসব নাটকে অভিনয় করেছি, সেখানেও ছিল চেনা জীবনের ছায়া।
অভিনয়ের তৃষ্ণা থেকেই চিন্তা-ভাবনা বদলে গেছে। নিজ ভাবনা আর পাওয়া না পাওয়ার সঙ্গে সবকিছু মিলে যাবে– এই কথাটা সবার বেলায় সত্যি না। তাই স্বপ্ন লালন না করে আজ আমি অভিনেত্রী হিসেবেই পরিচিত। বছর চারেক হঠাৎ করেই অভিনয়ের সুযোগ এসেছিল। মডেলিং আর ডান্স পারফরমার হওয়ার সুবাদে সেই সুযোগ পাওয়া।
এরপর একটি, দুটি করে নাটকে কাজ করতে গিয়ে দেখি, অভিনয়ের তৃষ্ণা দিনদিন বেড়েই চলেছে। এরপর যখন অভিনয়ের সূত্রে দর্শকের ভালোবাসা পেতে শুরু করলাম, তখন মনে হলো, এটাই আমার নিয়তি নির্ধারিত কাজ; মনপ্রাণ ঢেলে এই কাজই করতে হবে। এরপর অল্প সময়ে রেকর্ডসংখ্যক নাটকে অভিনয়ের সুযোগ হয়েছে। কিন্তু একটা সময় এসে বুঝলাম, এই সংখ্যা আসলে ততটা গুরুত্বপূর্ণ নয়; বরং কী ধরনের কাজ করছি, সেটাই আসল।
Comments