৩,৮০০ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুকে পলক মুচ্ছল
৩,৮০০ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুকে নাম লেখালেন ভারতীয় সংগীতশিল্পী পলক মুচ্ছল। না, কোনো গানের জন্য নয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ তার নাম উঠেছে তার অসাধারণ মানবিক কাজের জন্য। ইন্দোরে জন্ম নেওয়া এই গায়িকা নিজের পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ভারতে এবং দেশের বাইরেও দরিদ্র ৩,৮০০ এরও শিশুর হৃদযন্ত্রের অস্ত্রোপচারের খরচ বহন করেছেন।
সঙ্গীতের প্রতি তার ভালোবাসাকেই তিনি রূপ দিয়েছেন এক আজীবন মানবিক মিশনে। পলকের এই দানের যাত্রা শুরু হয়েছিল অল্প বয়সেই। ছোটবেলায় এক ট্রেন যাত্রায় তিনি কিছু দরিদ্র শিশুর সঙ্গে দেখা পান। সেই ঘটনাই বদলে দেয় তার জীবনের পথ। সেদিন তিনি চুপিচুপি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন "একদিন আমি ওদের সাহায্য করব।"
বছর কয়েক পর, সেই প্রতিশ্রুতিই হয়ে ওঠে তার ফাউন্ডেশনের প্রেরণা, যেখানে প্রতিটি কনসার্টের আয় ও ব্যক্তিগত সঞ্চয় যায় জীবনরক্ষাকারী চিকিৎসার পেছনে। কিছুদিন আগে এ নিয়ে গায়িকা বলেছিলেন, খুব ছোট করে উদ্যোগটা শুরু করেছিলাম। যা সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়ে দিয়েছিল।
তবে বর্তমানে এটাই আমার জীবনের সবথেকে বড় মিশন হয়ে উঠেছে। আমার প্রত্যেকটা কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যেই আয়োজিত হয়। যাদের মা-বাবা এই বিপুল খরচ বহন করতে অক্ষম, সেসব শিশুদের কথা মাথায় রেখেই ফাউন্ডেশনটি খোলা।
তার উদারতা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। পলক কারগিল শহিদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং গুজরাট ভূমিকম্প দুর্গতদের ত্রাণে ১০ লাখ রুপি দান করেছেন।'মেরি আশিকি', 'কৌন তুঝে', 'প্রেম রতন ধন পায়ো'-এর মতো জনপ্রিয় গান দিয়ে পলকের সংগীতজীবন যতই এগিয়েছে, ততই বেড়েছে তার মানবিক কাজের পরিসর।
Comments