‘সাউন্ড অব সোল’ কনসার্টে ঝড় তুলতে আসছে পাকিস্থানের রক ব্যান্ড জাল
সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, আবারো একবার ঢাকার মঞ্চ কাঁপাতে বাংলাদেশে আসছে উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় 'জাল দ্যি ব্যান্ড'। বছরের সেরা জমজমাট ওপেন-এয়ার মিউজিক্যাল ইভেন্ট 'সাউন্ড অব সোল' শীর্ষক কনসার্টটি ২৮ নভেম্বর, ঢাকার ৩০০ ফিট সংলগ্ন 'স্বদেশ এরিনা' প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই কনসার্টে জালের সাথে মঞ্চ মাতাবে দেশের রক সঙ্গীতের অগ্রপথিক 'ওয়ারফেইজ' এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড লেভেল ফাইভ।
আয়োজকরা প্রতিশ্রুতি দিচ্ছেন, এটি হবে মৌসুমের সবচেয়ে বড় এবং সঙ্গীতের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ ওপেন-এয়ার কনসার্ট। যেখানে শ্রোতারা জালের আবেগঘন সুর ও লাইভ পারফরম্যান্সের পাশাপাশি ওয়ারফেইজ এবং লেভেল ফাইভ-এর উদ্দাম রক পরিবেশনার ছোঁয়া পাবেন। দীর্ঘ এক বছর বিরতির পর, সঙ্গীতপ্রেমীদের জন্য আন্তর্জাতিক মানের এই কনসার্টের আয়োজনের মূল দায়িত্বে রয়েছে 'স্টেইজ কো'।
আগ্রহী দর্শকরা getsetrock.com/buy-ticket/sound-of-soul-2km লিঙ্কে ঢুকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।
মেগা এই কনসার্টের সফল বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মার্সেল এবং সেইফ ইলেক্ট্রিক্যাল সলিউশন। এছাড়া, অংশীদারি প্রতিষ্ঠান হিসাবে কনসার্টের টিকেট বিক্রির দায়িত্বে আছে 'গেট সেট রক' এবং সৃজনশীল দিকটি দেখছে 'ভার্স ইমাজিন'। কনসার্টের প্রচারণার দায়িত্বে রয়েছে মিডিয়া কম্যুনিকেশন প্রতিষ্ঠান 'কুল এক্সপোজার'।
Comments