গ্রেপ্তার ও বিচার দাবিতে সালমান শাহ হত্যা মামলার আসামিদের মানববন্ধন
সালমান শাহ বাংলা চলচ্চিত্রের অমর নায়ক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করছেন ভক্তরা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা অংশ নেন। তাদের অনেকেই হাতে ছিল 'সালমান হত্যার বিচার চাই' লেখা পোস্টার ও প্ল্যাকার্ড।
মানববন্ধনে সালমান বক্তারা বলেন, 'আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহর হত্যার বিচার চাইতে। মামলার ১০ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি নেই। প্রধান আসামি সামিরা হক ও অভিনেতা ডন প্রকাশ্যে ঘুরে বেড়াতেন, এখন তারা পালিয়ে গেছেন। যদি সত্যিই আত্মহত্যা হয়, তবে তারা পালালেন কেন?'
তারা আরও বলেন, 'একজন সফল, জনপ্রিয় ও পরিশ্রমী মানুষ আত্মহত্যা করতে পারেন না। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়া। কিন্তু তা না হয়ে এখন হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অনতিবিলম্বে মামলার আসামিদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আমরণ অনশনেও যেতে প্রস্তুত আমরা।'
এক ভক্ত বলেন, 'মামলার দুইদিন পর ডন ফেসবুকে লিখেছিলেন, 'আমি দুই-তিনদিন পর আত্মসমর্পণ করব।' তিনি বলেছিলেন, বাসাতেই আছেন। তাহলে কেন এখনও গ্রেফতার করা হয়নি?'
মানববন্ধনে ভার্চুয়ালি যুক্ত হন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। তিনি বলেন, 'আমাদের বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিন দশক দেরিতে হলেও আমরা আশাবাদী, এবার সালমান শাহ হত্যার বিচার পাবো। আমি অনুরোধ করছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হোক।'
প্রসঙ্গত, ১৯৯৬ সালে শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহর জনপ্রিয়তা যখন তুঙ্গে, সেই সময় তাঁর রহস্যজনক মৃত্যু হয়। ওই বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডের ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়।
সর্বশেষ তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানায়, হত্যার প্রমাণ মেলেনি, সালমান শাহ আত্মহত্যা করেছেন। এর আগেও দুই দফা তদন্তে তাঁর মৃত্যুকে আত্মহত্যাই বলা হয়েছিল। তবে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এতে একমত হতে পারেননি। পরে পরিবারের রিভিশন আবেদন মঞ্জুর করে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের আদেশ দেন আদালত।
Comments