সমালোচনার জবাবে আক্ষেপ জাহিদ হাসানের- শাকিবের কিছু বলা উচিত ছিল

মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান চিত্রনায়ক শাকিব খানের নাম ও তার নামের আগে ব্যবহৃত 'মেগাস্টার' বিশেষণটি নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দেন। তার সেই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়, বিশেষ করে শাকিব ভক্তদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আসে।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের 'বিহাইন্ড দ্যা ফ্রেম উইথ আরআরকে' অনুষ্ঠানে এসে সেই প্রসঙ্গে মুখ খুললেন গুণী এই অভিনেতা। উপস্থাপক রুম্মান রশিদের প্রশ্নের মুখে জাহিদ হাসান এবার শুধু নিজের বক্তব্যের ব্যাখ্যাই দেননি, বরং সার্বিক চলচ্চিত্র অঙ্গনের 'টিমওয়ার্ক' এবং কিছু মানুষের 'চাটুকারিতা' নিয়েও কড়া সমালোচনা করেছেন।
উপস্থাপক জাহিদ হাসানকে উদ্দেশ করে বলেন, আপনার মতো দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া একজন অভিনেতার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে তাকে বিতর্কের মুখে ফেলা হয়েছে। এর জবাবে জাহিদ হাসান স্পষ্ট করে বলেন, 'প্রথমত যারাই করেছে, ঠিক করেনি। আমার দৃষ্টিতে। আর আমার যেভাবে বলা, সেভাবে আমি না বললেও পারতাম। পরে আমার মনে হয়েছে। আমার কি যায় আসে? পৃথিবীতে তো অনেক কিছু ঘটছে।'
জাহিদ হাসান বোঝাতে চেয়েছিলেন, একজন বড় তারকার নামের আগে অতিরিক্ত বিশেষণ না জুড়লেও চলে। কিন্তু তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা তাকে মর্মাহত করেছে।
শাকিব খান প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাহিদ হাসান ইন্ডাস্ট্রির ভেতরের কিছু বৈষম্যের দিক তুলে ধরেন। উদাহরণ হিসেবে সম্প্রতি মুক্তি পাওয়া 'তাণ্ডব' সিনেমার কথা বলেন, যেখানে গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম বা আফজাল হোসেনের মতো গুণী অভিনেতারাও অভিনয় করেছেন।
আক্ষেপের সুরে জাহিদ হাসান তখন বললেন, 'এই যে রিসেন্ট একটা ছবি তারা অভিনয় করেছে - তাণ্ডব। প্রচারের সময়ে আমি কোথাও তাদের নামই দেখি না, এটি কষ্টের। আসলে একটা ছবি টিমওয়ার্ক। একটা প্রোডাকশন বয়, যে আমাকে কফি দিল, এই প্রোডাকশনের ছেলেটারও অবদান আছে। তো এখন আমি তাকেও ভুলে যাব, সেটা তো ঠিক না।'
বিতর্ক সৃষ্টির পর সামাজিক মাধ্যমে কিছু শিল্পী ও মানুষের মন্তব্য তাকে বিশেষভাবে কষ্ট দিয়েছে বলে জানান জাহিদ হাসান। তিনি বলেন, 'আমার কিছু লোকের চোখ পাল্টি এবং তাদের যে পরবর্তী পদক্ষেপগুলো, এর ভেতরে কিছু শিল্পী আছে বা অন্যান্য কিছু আছে তারা এমনভাবে বলেছে, এরা সব এদের আমি চিনি ব্যক্তিগত জীবনে। চাটুকারিতা, চেষ্টা করবে যে পরবর্তীতে সে শাকিবের কোনো ছবিতে যেন গান গাইতে পারে, কোনো কিছু যেন পারে, সব স্বার্থ; তখন খারাপ লাগে।'
দৃঢ়তার সঙ্গে অভিনেতা বলেন, 'আমি বিশ্বাস করি, আমার যতটুকু খারাপ লেগেছে, আল্লাহপাক এদের এর অনেকগুণ বেশি খারাপ লাগিয়ে দেবে।'
তবে জাহিদ হাসান তার মূল আক্ষেপের কথাটিও প্রকাশ করেন। উপস্থাপক যখন বলেন যে জাহিদ হাসান অফ স্ক্রিনে সবসময় শাকিব খানকে প্রশংসা করেছেন এবং তার ২৬ বছরের ক্যারিয়ারে শাকিবের অবদান রয়েছে, তখনই জাহিদ হাসান বলে ওঠেন, 'আমার মনে হয় শাকিব খানের কিছু বলা উচিত ছিল। ও যদি শুনে থাকে এটা, শোনা তো উচিত। তাহলে আমার দৃষ্টিতে... এটা বলাতে আবার কি হবে যে- কেন উনার কথা শুনবো? যত সাবমিসিভ থাকা যায় তত বেটার। আমি তো বড়।'
Comments