বিখ্যাত ইউটিউবার মিস্টারবিস্টের সঙ্গে বলিউডের তিন খান

বিবিখ্যাত ইউটিউবার মিস্টারবিস্টের সঙ্গে দেখা মিলল বলিউডের তিন খান- শাহরুখ, সালমান ও আমিরকে। সম্প্রতি সৌদি আরবে আয়োজিত একটি অনুষ্ঠানে মিস্টারবিস্ট ওরফে জিমি ডোনাল্ডসনের সঙ্গে ছবি তোলেন তারা। যা ভাইরাল হলে নেটিজেনদের মাঝে তৈরি হয় আলোচনা।
ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেন মিস্টারবিস্ট। সঙ্গে লেখেন, 'হেই ইন্ডিয়া, আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?'
ছবিতে শাহরুখ ও সালমানকে দেখা যায় স্যুট পরিহিত অবস্থায়, আর আমির খান পরেছিলেন ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। মিস্টারবিস্ট ছিলেন কালো পোশাকে।
ছবিটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের অনুমান, নিশ্চয়ই তারা একসঙ্গে কোনো প্রজেক্টে কাজ করবেন; যা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকে মন্তব্য করেছেন, 'বিস্টস উইথ বিস্ট', কেউ আবার লিখেছেন, 'এটা যদি সত্যি হয়, তাহলে এন্টারটেইনমেন্ট জগতে ইতিহাস হবে।'
Comments